জঞ্জাল সাফাইয়ে নতুন গাড়ি

ইতিমধ্যেই সল্টলেক ও সংযুক্ত এলাকায় রাস্তার ধার থেকে সেই গাড়ি করে আবর্জনা তোলা শুরু হয়েছে। সারা রাত ধরে চার্জ করা হয়ে গেলে, সপ্তাহে চার-পাঁচ দিন সকালে সেই গাড়ি পাড়ায় পাড়ায় গিয়ে রাস্তার ধারের আবর্জনা তুলে নিয়ে যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০২:০৪
Share:

প্রতীকী ছবি।

আবর্জনা সাফ করতে ব্যাটারি-চালিত দূষণমুক্ত গাড়ি কিনল বিধাননগর পুরসভা। ৪১টি ওয়ার্ডের আবর্জনা তোলার জন্য ৪১টি গাড়ি কেনা হয়েছে। পুরসভা সূত্রের খবর, প্রতি গাড়ির মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, প্রতিটি ওয়ার্ডে দু’টি করে গাড়ি দেওয়া হবে। গাড়িগুলিতে চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ওয়ার্ড অফিসতে।

Advertisement

ইতিমধ্যেই সল্টলেক ও সংযুক্ত এলাকায় রাস্তার ধার থেকে সেই গাড়ি করে আবর্জনা তোলা শুরু হয়েছে। সারা রাত ধরে চার্জ করা হয়ে গেলে, সপ্তাহে চার-পাঁচ দিন সকালে সেই গাড়ি পাড়ায় পাড়ায় গিয়ে রাস্তার ধারের আবর্জনা তুলে নিয়ে যাচ্ছে। গাড়িতে থাকছেন এক জন সাফাইকর্মী।

বিধাননগর পুরসভার অধীনে রাজারহাট, নিউ টাউন ও মহিষবাথান এলাকা অন্তর্ভুক্ত হয়েছে। ওই এলাকায় অনেক রাস্তা ছোট ও সরু। অবর্জনা তোলার বড় গাড়ি ঢোকা কঠিন। তাই ছোট গাড়ি কিনে প্রতিটি ওয়ার্ডে দেওয়া হয়েছে।

Advertisement

বিধানগর পুরসভার মেয়র পারিষদ (জঞ্জাল) দেবাশিস জানা বলেন, ‘‘টোটোর মতো দেখতে গাড়িগুলিতে লোহার পাত্র রয়েছে। সেখানে অবর্জনা তুলে রাখা হয়। পরে তা ভ্যাটে ফেলে দেওয়া হচ্ছে।’’

পুরসভার এক কর্তা জানান, আবর্জনা বা জঞ্জাল তোলার জন্য হাতে টানা ভ্যান রয়েছে। তা ছাড়াও বড় বড় লরি রয়েছে পুরসভার। এ বার দূষণমুক্ত ছোট ছোট গাড়ি দেওয়া হল। এর মাধ্যমে দ্রুত ময়লা তুলে নেওয়া সম্ভব হবে। ওই কর্তা আরও জানান, সল্টলেক-সহ বিধাননগরের বিভিন্ন সংযুক্ত এলাকায় মশার দাপট বেশি। ডেঙ্গির প্রকোপও রয়েছে। জঞ্জালে যাতে জল না জমে, তাই রাস্তা পরিষ্কার করায় বেশি জোর দেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement