মেয়াদ বাড়ছে নকশার

পুর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, নিয়ম থাকলেও দেখা যাচ্ছিল নকশা অনুমোদনের দু’বছরের মধ্যে কাজ শুরু করতে পারছেন না অনেকেই। কারণ কোথাও ভাড়াটে সমস্যা, কোথাও আবার অন্য কোনও সমস্যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৮ ১৪:১৮
Share:

পুর বিল্ডিং আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। —ফাইল চিত্র।

অনুমোদনের দু’বছরের মধ্যে প্রস্তাবিত ভবনের কাজ শুরু না করলে সেই নকশা এত দিন বাতিল করত কলকাতা পুরসভা। এ বার নাগরিকদের সুবিধার্থে সেই সময়সীমা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে পুর প্রশাসন। সময়সীমা বাড়িয়ে তা পাঁচ বছর করার কথা বলা হচ্ছে। সেই অনুযায়ী পুর বিল্ডিং আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে পুরসভা সূত্রের খবর।

Advertisement

পুর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, নিয়ম থাকলেও দেখা যাচ্ছিল নকশা অনুমোদনের দু’বছরের মধ্যে কাজ শুরু করতে পারছেন না অনেকেই। কারণ কোথাও ভাড়াটে সমস্যা, কোথাও আবার অন্য কোনও সমস্যা। ফলে নকশা বাতিল হলে পুনরায় তা আবেদনের জন্য অনেক কাঠখড় পোড়াতে হত। সেই অসুবিধা দূর করতেই এ বার দু’বছরের সময়সীমা বাড়িয়ে পাঁচ বছর করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

তবে বিপজ্জনক বাড়ির ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য নয় বলে জানাচ্ছেন আধিকারিকেরা। এ ক্ষেত্রে নকশা অনুমোদনের এক বছরের মধ্যেই কাজ শুরু করতে হবে। অথবা পুর কর্তৃপক্ষ যে সময়সীমার উল্লেখ করে দেবেন, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন তৈরি শুরু করতে হবে। নতুবা ওই নকশা বাতিল বলে গণ্য হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement