কলেজে ভর্তি হতেও ‘চাই’ বাবার নাম

অনেক কলেজেই অনলাইনে ভর্তির ফর্ম পূরণ করতে গেলে বাবার নাম উল্লেখ করতে হচ্ছে। এবং সেটা বাধ্যতামূলক ভাবে।

Advertisement

দেবাশিস ঘড়াই

শেষ আপডেট: ৩০ মে ২০১৮ ০৩:০১
Share:

প্রতীকী ছবি।

শুধু স্কুলই নয়, বাবার পরিচয় বাধ্যতামূলক কলেজে ভর্তির ক্ষেত্রেও!

Advertisement

অনেক কলেজেই অনলাইনে ভর্তির ফর্ম পূরণ করতে গেলে বাবার নাম উল্লেখ করতে হচ্ছে। এবং সেটা বাধ্যতামূলক ভাবে। অর্থাৎ, মা একা অভিভাবক হলে বা কেউ যদি বাবার নাম না দেন, তা হলে ফর্ম আপনা-আপনিই বাতিল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।

শহরেরই এক কলেজে মেয়েকে ভর্তি করাতে অনলাইনে ফর্ম পূরণ করতে গিয়েছিলেন সুদর্শনা ঘোষ। সুদর্শনাই মেয়ের অভিভাবক। কিন্তু প্রথমেই এই সমস্যার মুখে পড়েন। কারণ, ওই অনলাইন ফর্মে বাবার নামের জায়গা বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা ছিল। সেই সঙ্গে বাবার পেশার উল্লেখ করতে বলা হয়। কিন্তু সুদর্শনা তা না করায় স্বাভাবিক ভাবেই অনলাইনে সেই ফর্ম গ্রহণ করা হয়নি। স্বয়ংক্রিয় ভাবে তা বাতিল হয়ে যায়। সুদর্শনার কথায়, ‘‘বুঝতে পারলাম না কেন বাবার নাম বাধ্যতামূলক হবে! সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে, মায়ের পরিচয়ই অভিভাবক হিসেবে যথেষ্ট, সেখানে বাবার নাম উল্লেখ করতে হবে কেন? ফর্মই তো পূরণ করতে পারলাম না। শুধু আমি না, আরও অনেকেরই এই অভিজ্ঞতা হয়েছে।’’

Advertisement

প্রসঙ্গত, শহরের একাধিক স্কুলেও মা একা অভিভাবক হলে বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে অসুবিধা হচ্ছে। কারণ, সেখানেও বাবার পরিচয় বাধ্যতামূলক বলা হচ্ছে। ফলে বাবার নামোল্লেখ না করলে ফর্ম আপনা-আপনিই বাতিল হয়ে যাচ্ছে। সেই সমস্যা থেকে বাদ পড়েনি কলেজও। যে কলেজে সুদর্শনা তাঁর মেয়েকে ভর্তি করতে গিয়েছিলেন, সেই কলেজের অধ্যক্ষা অদিতি দে বলেন, ‘‘অফিসকে বলছি বিষয়টি দেখতে।’’ তবে তিনি বিষয়টি জানতেন কি না, সে প্রশ্নের উত্তর দেননি অদিতিদেবী।

তবে অনেক কলেজ কর্তৃপক্ষ মনে করছেন, এই নিয়ম যদি কোনও কলেজে চালু থাকে, তা হলে সেটা আইনবিরুদ্ধ। কারণ, মা’ই শুধু অভিভাবক, এটা এখন আইনসিদ্ধ। এক কলেজের অধ্যক্ষ শ্যামলেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের কলেজে যে কোনও একজন অভিভাবকের নাম উল্লেখ করলেই হবে। সেখানে বাবার নাম কোনও ভাবেই বাধ্যতামূলক নয়। আর সেটা হবেই বা কেন? মায়ের পরিচয় যে অভিভাবক হিসেবে যথেষ্ট। সেটা তো সুপ্রিম কোর্টই বলে দিয়েছে। যদি কোনও কলেজে বাবার নাম বাধ্যতামূলক করা হয়ে থাকে, তা আইনবিরুদ্ধ!’’ শহরের একটি মেয়েদের কলেজের অধ্যক্ষা সোমা ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের কলেজে অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে বাবার নাম কখনওই বাধ্যতামূলক নয়। তিন বছর আগেই আমরা নিয়মের পরিবর্তন করেছি।’’

অনলাইন ফর্ম পূরণের ক্ষেত্রে অভিভাবক হিসেবে কার নামের উল্লেখ থাকবে, তা নিয়ে কোনও নির্দিষ্ট নীতি তৈরি না হওয়াতেই এই সমস্যা হচ্ছে বলে মনে করছেন শিক্ষা জগতের অনেকে। আর তাতেই অনলাইনে ফর্ম পূরণ করতে গিয়ে বিভিন্ন জনের বিবিধ অভিজ্ঞতা হচ্ছে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিষয়টি নিয়ে আলোচনা করব। অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে অভিভাবকের নাম উল্লেখের ক্ষেত্রে কী করা যায়, তা নিয়ে আলোচনা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement