ফ্ল্যাটে উদ্ধার ব্যবসায়ীর পচাগলা দেহ

প্রতিবেশীরা তাঁকে শেষ দেখেছিলেন শুক্রবার সকালে। রবিবার রাতে বছর চল্লিশের ওই ব্যক্তির ঘর থেকে দুর্গন্ধ বেরোনোয় থানায় খবর দেন স্থানীয়েরা। পুলিশ এসে ফ্ল্যাটের তালা ভেঙে দেখে ঘরের মেঝেতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তির পচাগলা দেহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০২:৩৩
Share:

প্রতিবেশীরা তাঁকে শেষ দেখেছিলেন শুক্রবার সকালে। রবিবার রাতে বছর চল্লিশের ওই ব্যক্তির ঘর থেকে দুর্গন্ধ বেরোনোয় থানায় খবর দেন স্থানীয়েরা। পুলিশ এসে ফ্ল্যাটের তালা ভেঙে দেখে ঘরের মেঝেতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তির পচাগলা দেহ।

Advertisement

নিমতা থানার পাঠানপুর এলাকার ঘটনায় পুলিশ জানায়, মৃতের নাম সুপ্রতীকনারায়ণ রায় (৩৮)। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের থেকে পুলিশ জেনেছে, বছর দেড়েক আগে পাঠানপুরের সুভাষিণী আবাসনে ফ্ল্যাট কিনেছিলেন সুপ্রতীকবাবু। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে‌ছে অনেক আগেই। দ্বিতীয় বার বিয়ে করলেও সেই স্ত্রীর সঙ্গে ওই ব্যবসায়ীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আবাসনের সামনেই রয়েছে সুপ্রতীকবাবুর সংস্থার অফিস। সেখান থেকে মূলত আয়া, গাড়ির চালক, নিরাপত্তারক্ষী সরবরাহ করা হয়।

Advertisement

প্রতিবেশীরা জানান, শুক্রবার সকালের পর থেকে ফ্ল্যাটের কোল্যাপসিবল গেটে তালা ঝুলতে দেখা গিয়েছিল। রবিবার রাতে ফ্ল্যাটের বাসিন্দারা সুপ্রতীকনারায়ণের ঘর থেকে পচা গন্ধ পান। খবর পেয়ে পুলিশ এসে তালা ভাঙে। এর পরে দেখা যায় কাঠের দরজা ভিতর থেকে বন্ধ। সেটিও ভেঙে ভিতরে ঢুকে পুলিশ পচাগলা দেহটি উদ্ধার করে।

পুলিশের অনুমান, ওই ব্যক্তি সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। পরে দেহে পচন ধরে ওজন বেড়ে যাওয়ায় দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানায় পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement