ভাগাড়-কাণ্ডে বিক্ষোভ বিজেপি-র

সেই আইন মানা হচ্ছে কি না, তা কলকাতা পুরসভা, পুলিশ-প্রশাসন, পরিবেশ দফতর, প্রাণিসম্পদ দফতর কেউই দেখেনি!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ০২:২৯
Share:

প্রতিবাদ: মাংস হাতে কলকাতা পুরসভার সামনে বিজেপির বিক্ষোভ। ছবি: বিশ্বনাথ বণিক

ভাগাড়-কাণ্ডের প্রতিবাদে কলকাতা পুরসভার সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল বিজেপি। পাশাপাশি, খাদ্যমন্ত্রীর কুশপুতুলও পোড়াল তারা। বিজেপি-র রাজ্য সহ সভাপতি সুভাষ সরকারের বক্তব্য, মরা পশু ভাগাড়ে ফেলার পর তা যাতে কেউ তুলে নিয়ে যেতে না পারে, তার জন্য আইন আছে। সেই আইন মানা হচ্ছে কি না, তা কলকাতা পুরসভা, পুলিশ-প্রশাসন, পরিবেশ দফতর, প্রাণিসম্পদ দফতর কেউই দেখেনি! ভাগাড়-কাণ্ডের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে দলীয় কর্মীরা কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখাবেন আজ, শুক্রবার। তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ভাগাড়-কাণ্ড ধরলই আমাদের সরকার-প্রশাসন। রাজ্য সরকার মানুষের স্বাস্থ্যরক্ষায় সতর্ক। সুতরাং, বিরোধীদের উচিত ঝান্ডা নিয়ে আন্দোলন না করে এ কাজে রাজ্য সরকারকে সহযোগিতা করা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement