ফের ‘ঝাঁপ’ মেট্রোয়, মৃত্যু হল কিশোরীর

চলন্ত মেট্রোর সামনে পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ মেট্রো স্টেশনে। এই ঘটনার জেরে অফিসের ব্যস্ত সময়ে আধঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকে। যার জেরে ভোগান্তি হয় অফিস ফেরত যাত্রীদের।   

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০৩:০৫
Share:

চলন্ত মেট্রোর সামনে পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ মেট্রো স্টেশনে। এই ঘটনার জেরে অফিসের ব্যস্ত সময়ে আধঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকে। যার জেরে ভোগান্তি হয় অফিস ফেরত যাত্রীদের।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতার নাম শাওনী সাহা (১৭)। সে বেহালার সাউ পাবলিক স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। মেট্রো সূত্রের খবর, এ দিন টালিগঞ্জ স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে সন্ধ্যা ৭.৫০ মিনিট নাগাদ নিউ গড়িয়াগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই কিশোরী। আচমকা এমন ঘটায় মোটরম্যান মেট্রোর ব্রেক কষলেও ওই কিশোরীর উপর দিয়েই চলে যায় ট্রেন। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর। মেট্রো সূত্রে জানানো হয়েছে, ঘটনার পরে ট্রেনটি পিছিয়ে এনে লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। তার পরে উদ্ধার করা হয় ট্রেনের নীচে আটকে থাকা কিশোরীর দেহ।

মেট্রো সূত্রে জানানো হয়েছে, ওই ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ বন্ধ রাখতে হয় পরিষেবা। রাত ৮টা ২০ মিনিট নাগাদ ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয় বলে খবর। মেট্রোকর্তারা ওই সময়ে ময়দান থেকে দমদমের মধ্যে পরিষেবা চালু রাখার চেষ্টা করেন বলে খবর। কিন্তু মেট্রোর অভিযোগ, ময়দান স্টেশনে অফিস ফেরত যাত্রীরা নামতে রাজি হননি। ফলে ওই স্টেশন থেকে দমদমের দিকে ট্রেন ঘোরানো সম্ভব হয়নি। যার ফলে সব স্টেশনেই ট্রেন আটকে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement