ফাইল চিত্র।
আধার কার্ড সংশোধনে এগিয়ে এল কলকাতা পুরসভা। আগামী সপ্তাহেই নয়া কেন্দ্র খোলা হবে বলে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এ কথা ঘোষণা করলেন বৃহস্পতিবার।
প্রায়ই আধার সংশোধন করতে গিয়ে হয়রানির শিকার হতে হয় শহরবাসীকে। কোন কেন্দ্রে গিয়ে সংশোধন করাতে হবে, তা নিয়েও স্পষ্ট দিশা পাচ্ছেন না অনেকে। যদিও বা সংশোধন কেন্দ্রের হদিশ পান, দেখা যাচ্ছে সেখানে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
তাই শহরবাসীর এই হয়রানি দূর করতে স্বতঃপ্রণোদিত ভাবে এগিয়ে এল কলকাতা পুরসভা। পুরভবন লাগোয়া রক্সি সিনেমা হলের বাড়িতে ওই সেন্টার চালু হচ্ছে। আগামী সপ্তাহ থেকে এই পরিষেবা পাবেন পুরনাগরিকরা। শুধু আধার কার্ড সংশোধনই নয়, নতুন আধার কার্ডও তৈরি পরিষেবাও পাওয়া যাবে এই কেন্দ্রে।
আধার কার্ড তৈরি বা সংশোধনের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে যে ন্যূনতম অর্থ জমা দিতে হয়, এই কেন্দ্রেও সেই নিয়ম প্রযোজ্য হবে। এই সেন্টার চালু হলে অনেক সুবিধা হবে বলেই মনে করছেন পুরনাগরিকরা।
পুরসভা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার থেকে দায়িত্বপ্রাপ্ত এজেন্সির কর্মীরাই সংশোধন এবং নতুন আধার তৈরির কাজ করবেন। মোট পাঁচটি কাউন্টার থাকবে।