KMC Election 2021

KMC election 2021: পুর-প্রচারের শেষ বেলায় ফিরহাদ বললেন, বিরোধীরা টিভিতে আছে, সায়ন্তনের পাল্টা আমরা ঢাক পেটাই না

হুড খোলা গাড়িতে করে প্রচার করেন প্রাক্তন মেয়র তথা ৮২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফিরহাদ হাকিম। শোভাযাত্রায় ঢাকের পাশাপাশি ছিল ‌ছৌনৃত্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৪:১৯
Share:

শেষদিনে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি জমজমাট রোড শো-ও। গ্রাফিক : শৌভিক দেবনাথ

কলকাতা পুরভোটে প্রচারের শেষ দিনে শুক্রবার সকাল থেকে পথে নেমে পড়লেন বিভিন্ন দলের প্রার্থীরা। ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি জমজমাট রোড শো-ও করলেন তৃণমূল, বিজেপি, বাম এবং কংগ্রেসের প্রার্থীরা। শেষ লগ্নের প্রচারে একটু হলেও শাসকদল তৃণমূলের উপস্থিতি বেশি লক্ষ করা গিয়েছে বলে দাবি করছে শাসকদল। তাদের দাবি, শেষ দিনের প্রচারেও সে ভাবে নজর কাড়তে পারল না গত পুরভোটে তৃতীয় স্থানে থাকা বিজেপি। তবে জোড়া ফুলের এই দাবি নস্যাৎ করে দিচ্ছে গেরুয়া শিবির। তাদের দাবি, তারা পুরোদমেই প্রচার চালাচ্ছে।

Advertisement

প্রচারের শেষ দিন সকালে হুড খোলা গাড়িতে করে প্রচার করেন প্রাক্তন মেয়র তথা ৮২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফিরহাদ হাকিম। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় ঢাকের পাশাপাশি ছিল ‌ছৌনৃত্য। এই শোভাযাত্রায় ছিলেন তাঁর স্ত্রী ও দুই কন্যা। ফিরহাদ বলেন, ‘‘বিরোধীরা জোটে আছে, টিভিতে আছে, কিন্তু মানুষের পাশে নেই।’’

কালীঘাট এলাকায় বিরাট শোভাযাত্রায় করেন ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়। তাঁর এই শোভাযাত্রায় অংশ নেন মহিলারাও। কাজরী বলেন, ‘‘প্রচার দারুণ সাড়া পেয়েছি। এলাকার মানুষ নিজেই এসে কথা বলেছেন। তাঁদের সবাই যে আমাদের সমর্থক, তা-ও নয়।’’

Advertisement

যাদবপুরে বামপ্রার্থীদের সমর্থনে প্রচার করেন করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। গড়িয়াতেও তিনটি ওর্য়াডের প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি। বাবুঘাট এলাকায় প্রচার করেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক।

কলকাতা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে দু’বারের জয়ী প্রার্থী বিজয় ওঝার সমর্থনে মিছিল করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন ১৩ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল কুণাল ভট্টাচার্য। প্রচারের শেষ বেলায় বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত রোড-শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপি কি প্রচারের শেষ বেলায় জমি হারাচ্ছে? রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘আমাদের ১৪২ জন প্রার্থীই প্রচারে আছেন। শাসক দলের মতো আমরা ঢাকঢোল না পেটালেও মানুষের কাছে বিজেপি বার্তা নিয়ে যাচ্ছে। ৫০ নম্বর ওয়ার্ডে প্রচারে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একাধিক ওয়ার্ডে প্রচার করেছি। আমাদের রাজ্য সভাপতি উত্তর এবং দক্ষিণ কলকাতায় মিছিল করেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement