বর্ষবরণের রাতে শেষ মেট্রোর পরিষেবা বাড়ল ৫০ মিনিট। — ফাইল চিত্র।
বছরের শেষ রাতে শহরবাসী আনন্দে ভাসবেন। মানুষ ভিড় করবেন পার্কস্ট্রিট ধর্মতলা-সহ শহরের বিভিন্ন জায়গায়। বর্ষবরণের আনন্দ গায়ে মেখে বাড়ি ফেরা যাতে কিছুটা সহজ হয়, সে জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছেন। মেট্রেরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার রাত পৌনে ১১টা অবধি পরিষেবা পাওয়া যাবে।
কাজের দিনে কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৫৫ মিনিটে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্ষবরণের রাতে এই পরিষেবা আরও ৫০ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ মঙ্গলবার দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিদিন যেখানে ২৮৮টি ট্রেন চালানো হয়, ৩১ ডিসেম্বর সেখানে ২৯৬টি ট্রেন চালানো হবে। এর মধ্যে ১২৫টি ট্রেন নোয়াপাড়া-কবি সুভাষের মধ্যে যাতায়াত করবে।
আরও পড়ুন: নজর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরও