বি বা দী বাগে প্রাচীন সৌধ সংলগ্ন এলাকায় খনন নিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জট খুললেও, কলকাতা হাইকোর্টের নির্দেশে সুড়ঙ্গ খোঁড়ার গতি কমছে। তবে সাময়িক ভাবে।
প্রকল্পের ঠিকাদার সংস্থা সূত্রের খবর, গঙ্গার নীচ দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলতি মাসেই শেষ হওয়ার কথা। তার পরে সুড়ঙ্গ খোঁড়া হবে ব্রেবোর্ন রোডের তলা দিয়ে। সেখানেই ওই প্রাচীন দু’টি সৌধ। কাজ শুরুর পরেও ওই দুই সৌধের ১০০ মিটার এলাকায় খননের অনুমতি না পাওয়ায় ঠিকাদার সংস্থা হাইকোর্টের দ্বারস্থ হয়। ওই মামলার শুনানি চলছে বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে। অনুমতি না মেলা পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজের গতি কমাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দ এবং কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর পক্ষে আইনজীবী পার্থসারথি বসু আদালতে জানান, প্রাচীন সৌধ সংলগ্ন এলাকায় খনন সংক্রান্ত আইনে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধনী আনলেও সংসদ অনুমোদন দেয়নি। বাদল অধিবেশনে তা পাশ হওয়ার কথা। ঠিকাদার সংস্থার পক্ষে আইনজীবী জয়ন্ত মিত্র জানান, বর্তমানে সুড়ঙ্গ খোঁড়ার গতি দিন পিছু ১৪ মিটার। সেই গতিতে কাজ হলে ২৭ মে-র মধ্যে গঙ্গার তলায় কাজ শেষ হবে। তার পরে শুরু হবে ব্রেবোর্ন রোডের তলার সুড়ঙ্গ খোঁড়ার কাজ। কিন্তু তার মধ্যে সংশোধনী পাশ হবে না।
তা শুনে বিচারপতি দত্ত বিকল্প উপায় জানতে চান। ঠিকাদার সংস্থা জানায়, সুড়ঙ্গ খোঁড়ার গতি দিন পিছু ৫ মিটার করলে প্রাচীন সৌধের তলা পর্যন্ত পৌঁছতে জুন মাসের মাঝামাঝি হয়ে যাবে। আশা করা যায়, তার মধ্যে প্রয়োজনীয় অনুমোদন মিলবে। দু’পক্ষের বক্তব্য শুনে সুড়ঙ্গ খোঁড়ার গতি কমাতে বলেন বিচারপতি। পাশাপাশি তিনি প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্রীয় রেল, সড়ক ও বিদ্যুৎ মন্ত্রককে রিপোর্টও পাঠাতে বলেছেন। পরবর্তী শুনানি ৬ জুন।