গেটের ব্যবহারে নয়া সিদ্ধান্ত বিমানবন্দরে

সাত নম্বর গেট এখন মূলত বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ব্যবহার করেন। ওই গেটের পাশেই সিআইএসএফ জওয়ানদের মেস। সপ্তাহে দু’দিন বিমানবন্দরের ভিতরে মসজিদে যেতেও সাত নম্বর গেট ব্যবহার করেন স্থানীয়েরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ০০:৫৯
Share:

কলকাতা বিমানবন্দর।—ছবি সংগৃহীত

বাইরের গাড়ির জন্য এই প্রথম কলকাতা বিমানবন্দরের সাত নম্বর গেট ব্যবহারের সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। গেটটি রয়েছে যশোর রোডের উপরে বাঁকড়ায়। রানওয়ে মেরামতি ও ট্যাক্সিওয়ে সম্প্রসারণের মতো যে সব কাজ এখন বিমানবন্দরে চলছে, তা হচ্ছে মূলত ঠিকাদারদের অধীনে। সেই কাজের জন্য নির্মাণ সামগ্রীর গাড়ি এ বার থেকে সাত নম্বর গেট দিয়ে যাতায়াত করবে। বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, এর জন্য ‘বুরো অব সিভিল এভিয়েশন সিকিওরিটি’ (বিসিএএস)-র অনুমতি চাওয়া হয়েছে।

Advertisement

সাত নম্বর গেট এখন মূলত বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ব্যবহার করেন। ওই গেটের পাশেই সিআইএসএফ জওয়ানদের মেস। সপ্তাহে দু’দিন বিমানবন্দরের ভিতরে মসজিদে যেতেও সাত নম্বর গেট ব্যবহার করেন স্থানীয়েরা।

একই ভাবে বিমানবন্দরের এটিসি-র পাশে যে তিন নম্বর গেট রয়েছে, সেখান দিয়ে এ বার থেকে বিভিন্ন কেটারিং সংস্থার গাড়ি যেতে দেওয়া হবে বলে ভাবা হয়েছে। তার জন্যও বিসিএএস-এর অনুমোদন প্রয়োজন। এখন তিন নম্বর গেট দিয়ে শুধু বিমানবন্দর কর্তৃপক্ষ এবং উড়ান সংস্থার কর্মীরা যাতায়াত করেন। কোনও গাড়িকে ওই গেট দিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। শুধুমাত্র বিমানে থাকা অসুস্থ ব্যক্তিদের নিয়ে যাতায়াতের জন্য অ্যাম্বুল্যান্স ওই গেট ব্যবহার করে।

Advertisement

বিমানবন্দরে এখন পুরোদমে মেট্রোর কাজ চলছে। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর প্রান্তিক স্টেশন হচ্ছে বিমানবন্দরেই। কাজ শেষ হতে আরও বছর তিনেক লাগবে। তত দিন পর্যন্ত চাপ থাকবে পাঁচ নম্বর গেটের উপরে। তাই এই সিদ্ধান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement