নেতাজি স্টেশনে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দমদমমুখী মেট্রো। শেষের দিকের কামরার যাত্রীরা প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি। আচমকা দেখা গেল, হুড়মুড়িয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ছেন প্রথম কয়েকটি কামরার যাত্রীরা। জানা গেল, ট্রেনের প্রথম কামরা থেকে আচমকা শব্দ করে প্রচুর ধোঁয়া বেরোয়। সঙ্গে পোড়া গন্ধ।
যাত্রীদের বক্তব্য, বাতানুকূল ওই রেকটি নেতাজি স্টেশনে পৌঁছয় বিকেল ৩টে ২২ মিনিটে। তার পরেই ওই ঘটনা। প্রায় মিনিট ২৫ বিভ্রান্তি ও ছোটাছুটির পরে মেট্রোর তরফে ট্রেনে উঠে পড়তে বলা হয় যাত্রীদের। প্রথমে রাজি হননি কেউ। জানানো হয়, ট্রেনটি পরের স্টেশন মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত যাবে। সেখানে খালি করে দিতে বলা হয় ট্রেন।
ট্রেনটি টালিগঞ্জে ঢুকলে মেট্রো ঘোষণা করে, তৃতীয় (নতুন) প্ল্যাটফর্ম থেকে দমদমমুখী ট্রেন দেওয়া হবে। মেট্রোকর্তারা জানান, নতুন প্ল্যাটফর্মটি চালু থাকায় যাত্রীদের বেশি বেগ পেতে হয়নি। ফলে বিকল ট্রেনটি দাঁড় করিয়ে দিলেও অন্য দু’টি প্ল্যাটফর্ম থেকে আপ ও ডাউন ট্রেন চালানো গিয়েছে। সব মিলিয়ে মিনিট চল্লিশ পরিষেবা বিঘ্নিত হয়। মেট্রোকর্তাদের দাবি, এই ঘটনায় এ দিন মেট্রো চলাচলে মাত্র ১২ মিনিট দেরি হয়েছে। তবে ধোঁয়ার কারণ তদন্তের পরেই বোঝা যাবে বলে জানান মেট্রোর ইঞ্জিনিয়ারেরা।