কোথাও রাস্তার পাশে নর্দমা বন্ধ। কোথাও হাঁটার রাস্তা নেই। কোথাও যেটুকু রাস্তা আছে, তা-ও ভেঙে চৌচির। ২০১২ সালে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ বন্ধ হওয়ার পরে এমনই অবস্থা হাওড়া ময়দানের। তাই মেট্রোর কাজ শুরু হলে কী কী সমস্যা হতে পারে, তা দেখতে সোমবার পরিবহণ দফতরের নির্দেশে এলাকা পরিদর্শন করল হাওড়া পুরসভা, বিএসএনএল, হাওড়া সিটি পুলিশ ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর ঠিকাদার সংস্থা কেএমআরসিএল।
২৩ সেপ্টেম্বর পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাওড়া সিটি পুলিশ, পুরসভা, বিএসএনএল ও কেএমআরসিএল-এর বৈঠকে ঠিক হয়, কাজ শুরুর আগে এলাকা পরিদর্শন করে সমস্যা জানিয়ে পরিবহণ দফতরকে রিপোর্ট দেবে সংস্থাগুলি। সমস্যা মিটিয়ে কাজ শুরু হবে।
মেট্রো সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ হাওড়ার পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিংহ, কেএমআরসিএল-এর চিফ ইঞ্জিনিয়ার বিশ্বনাথ দেয়ানজি ও হাওড়া পুর-অফিসারদের নেতৃত্বে পরিদর্শন হয়। কেএমআরসিএল-এর চিফ ইঞ্জিনিয়ার বিশ্বনাথবাবু বলেন, ‘‘জলের পাইপলাইন, টেলিফোন লাইন ও ট্রাফিক চলাচল কী ভাবে স্বাভাবিক রাখা যাবে, তা দেখতেই পরিদর্শন। সব ঠিক থাকলে পুজোর পরে কাজ শুরু হবে।’’