Birds

পাখি সংরক্ষণে গাছে হাঁড়ি

প্রতিটি গাছে বড় মুখের মাটির কলসি বসানো হচ্ছে। তাতে খড় থাকছে, যাতে ভিতরে ঢুকতে ওদের অসুবিধা না হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৩
Share:

উদ্যোগ: গাছে হাঁড়ি। নিজস্ব চিত্র

গাছে মাটির কলসি বেঁধে পাখি সংরক্ষণে উদ্যোগী হল কলকাতা পুরসভা। ৯৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত গল্ফগ্রিন অঞ্চলে প্রচুর গাছ রয়েছে। সেখানে পাখিও আসে অসংখ্য। তারা যাতে নিরাপদ আশ্রয়ে থাকতে ও ডিম পাড়তে পারে সে কারণেই এই উদ্যোগ।

Advertisement

প্রতিটি গাছে বড় মুখের মাটির কলসি বসানো হচ্ছে। তাতে খড় থাকছে, যাতে ভিতরে ঢুকতে ওদের অসুবিধা না হয়। কলসিগুলি তার দিয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে দেওয়া থাকছে যাতে সেগুলি পড়ে না যায়। বড় পাতার গাছ যেখানে পাখিরা মূলত থাকতে পছন্দ করে, সেখানেই বেশি মাটির কলসি রাখার পরিকল্পনা হয়েছে।

পক্ষীপ্রেমী সুদীপ ঘোষ বলেন, ‘‘উদ্যোগ ভাল। মূলত চড়ুই পাখি এই ধরনের পরিবেশ বেশি পছন্দ করে।’’ স্থানীয় কাউন্সিলর তপন দাশগুপ্ত বলছেন, ‘‘শুধুমাত্র এলাকায় গাছ পোঁতাই নয়, প্রাকৃতিক সৌন্দর্য ফেরাতেই পাখিদেরও সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement