ছবি পিটিআই
অ্যান্টিবডি পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ শুরু হল কলকাতায়। বৃহস্পতিবার ১১টি ওয়ার্ডের কয়েকশো বাসিন্দার রক্তের নমুনা নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। করোনাভাইরাসের মোকাবিলায় শহরবাসীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কি না, তা জানতে একটি সমীক্ষা চালানো হচ্ছে। চিকিৎসার পরিভাষায় একে সেরেলোজিক্যাল সার্ভে বলা হয়। সেই সমীক্ষারই অঙ্গ এই অ্যান্টিবডি পরীক্ষা।
সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অমিতাভ নন্দী বলেন, “কোভিড ইমিউনো গ্লোবিউলিন জি টেস্টের মাধ্যমে অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে। এর ফলে এই অসুখ কতটা ছড়িয়েছে সে সম্পর্কে একটা ধারণা বা আন্দাজ করা যাবে। তার পাশাপাশি আমরা যে সব উপায় অবলম্বন করে করোনাকে ঠেকানোর চেষ্টা করছি, সেগুলো কতটা ফলপ্রসূ হবে জানা যাবে। উপসর্গহীন কত জন রোগী আছেন তা জানার পাশাপাশি রোগ ছড়িয়ে পড়ার গতিপ্রকৃতও এই টেস্টের মাধ্যমে কিছুটা বোঝা যাবে। তবে এই টেস্ট বন্ধ করে দিলে হবে না। ঘন ঘন না করলে ভবিষ্যৎ নিয়ে ভয় থেকেই যাবে।”
পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ)-এর রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন এ বিষয়ে বলেন, “সেরেলোজিক্যাল সার্ভের অঙ্গ হিসেবে অ্যান্টিবডি টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে।”
আরও পড়ুন: একটার পর একটা দেহ উঠছে পুরসভার গাড়িতে, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর নির্দেশিকা মেনে হু(বিশ্ব স্বাস্থ্য সংস্থা)এবং কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা এই নমুনা সংগ্রহ করছেন বলে জানিয়েছেন পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন, “১১টি ওয়ার্ডে পরীক্ষা হয়েছে। সমীক্ষার জন্য এটা করা হচ্ছে। যাঁরা রক্ত দিচ্ছেন, তাঁরা এ বিষয়ে কিছু জানতে পারবেন না।”
পুরসভা সূত্রে খবর, এ দিন কলকাতার ৭, ২৬, ৪০, ৫৮, ৬৬, ৯৫, ১০৪, ১০৮, ১২২, ১২৮, ১৩৫ নম্বর ওয়ার্ড থেকে কয়েকশো মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী দিনে ১১, ২৯, ৬১, ৮২, ৯০ ওয়ার্ড থেকে নমুনা নেওয়া হবে। এ ছাড়া কন্টেনমেন্ট জোন থেকে আরও বেশি করে নমুনা নিয়ে তা পরীক্ষা করা হবে আইসিএমআর-এর ল্যাবে।
আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁতে চলেছে, এক দিনে আক্রান্ত ৪৪০