মেয়র ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র।
দশ বছরেরও বেশি পুরনো শিডিউল অনুসারে এত দিন পুরসভার বিভিন্ন কাজের দরপত্র আহ্বান করা হত। তা নিয়ে জটিলতা ছিল বিস্তর। এ বার সেই জটিলতা কাটতে চলেছে। বৃহস্পতিবার বিধাননগরের নগরায়ণ ভবনে কলকাতা পুরসভা এবং নগরোন্নয়ন দফতরের পদস্থ কর্তাদের নিয়ে এক বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে রাজ্যের আর্থিক সহায়তায় কলকাতা পুর এলাকায় উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য টাকার অভাব হবে না বলেও জানিয়ে দিয়েছেন মেয়র।
কলকাতা পুরসভার নির্মাণকাজ এবং জল সরবরাহের যাবতীয় কাজকর্ম হয়ে থাকে রাজ্য সরকারের পূর্ত ও জনস্বাস্থ্য দফতরের তৈরি শিডিউল অনুসারে। কিন্তু সেই শিডিউল বহু পুরনো হওয়ায় টেন্ডারে দরের অনেক হেরফের থাকত। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত, নির্ধারিত (এস্টিমেট) খরচের চেয়ে টেন্ডারে বেশি দর দেওয়া হচ্ছে। ঠিকাদারেরা জানান, নতুন শিডিউল না থাকায় এমন হচ্ছে।
সেই জট কাটাতেই নগরোন্নয়ন দফতর এবং কেএমডিএ-র কয়েক জন অফিসার-ইঞ্জিনিয়ারকে নিয়ে একটি কমিটি গড়া হয়। রাজ্য সরকারের পূর্ত ও জনস্বাস্থ্য দফতরের সঙ্গে বসে নতুন শিডিউল তৈরির ব্যবস্থা করেছে সেই কমিটি। যা শিডিউল অব রেট্স (এসওআর) বলে পরিচিত। এ দিন মেয়র জানান, ইতিমধ্যেই পূর্ত দফতর নতুন শিডিউল দিয়েছে। শীঘ্রই জনস্বাস্থ্য দফতরও তা দেবে। ফিরহাদ জানান, প্রতি বছর নগরোন্নয়ন দফতর কলকাতা পুর এলাকায় উন্নয়নের কাজে প্রায় ৬০০ কোটি টাকা দেয়। এ বার ইতিমধ্যেই দেওয়া হয়েছে ১৩০ কোটি।