BJP

TMC Joining: ৭৭ থেকে নেমে ৭১ হল বিজেপি, উত্তরের গেরুয়া ‘গড়ে’ও থাবা, এ বার তৃণমূলে সৌমেন রায়

সোমবার তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, মঙ্গলবার তৃণমূলে যোগ দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। শনিবার ঘরে ফিরলেন সৌমেন রায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৬
Share:

তৃণমূলে ফিরলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক। ছবি টুইটার থেকে নেওয়া

তন্ময়, বিশ্বজিতের পর এ বার সৌমেন। ফের কমল বিজেপি-র বিধায়কের সংখ্যা। তিন কেন্দ্রে ভোট ঘোষণার দিনই তৃণমূলে ফিরলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। এর ফলে বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭৭ থেকে কমে হল ৭১।

Advertisement

বিজেপি-তে ভাঙন অব্যাহত। এ বার তৃণমূল থাবা বসাল উত্তরের ‘গেরুয়া-গড়ে’। কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। শনিবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুল পতাকা তুলে নেন সৌমেন। এই প্রথম বিজেপি-র ‘শক্ত ঘাঁটি’ বলে পরিচিত উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে হানা দিল তৃণমূল।

সোমবার তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ, মঙ্গলবার তৃণমূলে ফেরেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। শনিবার ঘরে ফিরলেন সৌমেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement