Calcutta University

৭৫ বছরে পদার্পণ, বছরভর নানা কর্মসূচি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের

১৯৫০ সালে ৭ অক্টোবর কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার একটি ডিপ্লোমা কোর্সের সূচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। এই বিভাগে বিভিন্ন সময়ে অধ্যাপনা করেছেন, চপলাকান্ত ভট্টাচার্য, বিবেকানন্দ মুখোপাধ্যায়ের মতো দিকপাল সাংবাদিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ২২:৫৮
Share:

পদযাত্রার সূচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। —নিজস্ব চিত্র।

৭৫ বছরে পা দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ। এই উপলক্ষে সোমবার বর্ষব্যাপী কর্মসূচির সূচনা হল। বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে উপাচার্য শান্তা দত্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে বলেন, নির্ভীক ও সৎ সাংবাদিকতার এখন বড় প্রয়োজন। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান পীযুষকান্তি পাণিগ্রাহী জানান, সারা বছর বিভিন্ন অনুষ্ঠান আলোচনাচক্রের আয়োজন করা হবে। এই ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছে পরামর্শ নেওয়া হবে কী ভাবে আরও উৎকর্ষের দিকে এগিয়ে দেওয়া যায় ঐতিহ্যবাহী এই বিভাগটিকে। বিভাগীয় ডিন সৌমেন্দ্রনাথ বেরা জানান, সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে রয়েছেন এই বিভাগের প্রাক্তনীরা। দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমেও রয়েছেন তাঁরা। এই বিভাগ যে ঐতিহ্য বহন করছে তাকে আরও উজ্জ্বল করার দায়িত্ব ছাত্র শিক্ষক সকলেরই।

Advertisement

সাংবাদিকতা বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়। আশুতোষ প্রাঙ্গণে (কলেজ স্ট্রিট ক্যাম্পাস) একটি গাছের চারা রোপণ করেন উপাচার্য। এর পর শিক্ষক, শিক্ষাকর্মী, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা একটি বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন। ওই পদযাত্রা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে সুবোধ মল্লিক স্কোয়্যারে গিয়ে শেষ।

১৯৫০ সালে ৭ অক্টোবর কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার একটি ডিপ্লোমা কোর্সের সূচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। এই বিভাগে বিভিন্ন সময়ে অধ্যাপনা করেছেন, চপলাকান্ত ভট্টাচার্য, বিবেকানন্দ মুখোপাধ্যায়ের মতো দিকপাল সাংবাদিকেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement