Job Protest

স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষার দাবিতে বিক্ষোভ

চাকরিপ্রার্থীদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের তরফে ২০২২ সালের ৫ মে নোটিস দিয়ে জানানো হয়েছিল, শীঘ্রই নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তা এখনও পর্যন্ত কার্যকর হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ০৭:৩৫
Share:

কালীঘাট অভিযানের পথে চাকরিপ্রার্থীদের আটকাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার, হাজরা মোড়ে। ছবি: বিশ্বনাথ বণিক।

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ ও পরীক্ষার দাবিতে বৃহস্পতিবার যতীন দাশ পার্ক মেট্রো স্টেশনের কাছে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। এ দিন দুপুরে এই বিক্ষোভের জেরে হাজরা মোড়ে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে কয়েক জন চাকরিপ্রার্থীর ধস্তাধস্তি হয়। তাঁদের কয়েক জনকে আটক করে পুলিশ।

Advertisement

চাকরিপ্রার্থীরা জানান, তাঁরা সবাই বি এড-এর প্রশিক্ষণ নিয়ে বসে আছেন। অথচ, নিয়োগের বিজ্ঞপ্তি নেই। তাঁদের অভিযোগ, ২০১৬ সালের পরে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য কোনও পরীক্ষাই নেয়নি স্কুল সার্ভিস কমিশন। এক চাকরিপ্রার্থী ইমরান হোসেন জানান, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা হয়েছে ২০১৬ সালের ২৭ নভেম্বর। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা হয়েছে ২০১৬ সালের ৪ ডিসেম্বর। তার পরে আর কোনও পরীক্ষা হয়নি। ইমরান বলেন, ‘‘প্রতি বছর হাজার হাজার পড়ুয়া বি এড-এর প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু পরীক্ষা হচ্ছে না। এ এক অসহনীয় অবস্থা।’’

চাকরিপ্রার্থীদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের তরফে ২০২২ সালের ৫ মে নোটিস দিয়ে জানানো হয়েছিল, শীঘ্রই নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তা এখনও পর্যন্ত কার্যকর হয়নি।

Advertisement

চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, শুধু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ও পরীক্ষার দাবিই নয়, তাঁরা শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রেও বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাচ্ছেন। তাঁদের আরও দাবি, দীর্ঘ আট বছর নিয়োগ না হওয়ায় অনেকের বয়স বেড়ে গিয়েছে। তাই আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়াতে হবে। এক চাকরিপ্রার্থী বলেন, ‘‘আমাদের পরীক্ষা ও নিয়োগে কোনও আইনি বাধা নেই। তা হলে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে না?’’

এসএসসি-র এক কর্তা জানান, নিয়োগের কিছু নতুন নিয়ম তাঁরা বিকাশ ভবনে পাঠিয়েছেন। সেটা অনুমোদিত হলে সবুজ সঙ্কেত পাঠাবে বিকাশ ভবন। এ ছাড়া, তারা নবম-দ্বাদশের শূন্য পদ পাঠালেই নিয়োগ-বিজ্ঞপ্তি দিতে পারবে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement