Jibanananda Setu

মেরামতির জন্য ৭০ ঘণ্টা বন্ধ জীবনানন্দ সেতু

লালবাজার জানিয়েছে, প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের উপরে অবস্থিত ওই সেতু বন্ধ থাকার ফলে যাদবপুর থানা এবং কালিকাপুর মোড় দিয়ে সব গাড়িকে বিভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একে লকডাউনের জন্য রাস্তায় গাড়ির সংখ্যা কম, অন্য দিকে শনিবার হওয়ায় সেতু বন্ধ থাকলেও ওই এলাকায় তেমন যানজট হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০২:০০
Share:

অবরুদ্ধ: স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতির জন্য বন্ধ করা হল জীবনানন্দ সেতু। শনিবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

আনলক পর্বের মধ্যেই শুরু হল দক্ষিণ শহরতলির জীবনানন্দ সেতুর মেরামতি এবং স্বাস্থ্য পরীক্ষার কাজ। আর তার জন্য শুক্রবার রাত ১০টা থেকে ওই সেতুতে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। কাল, সোমবার বিকেল পর্যন্ত ওই কাজের জন্য সেতু বন্ধ থাকার কথা। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই দিন সকালের মধ্যে কাজ শেষ হলে তার পরে সেতু ফের খুলে দেওয়া হবে।

Advertisement

ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, কেএমডিএ-র তরফে ৭০ ঘণ্টা সময় চাওয়া হয়েছে ওই সেতু মেরামতির জন্য। আশা করা যায়, তার আগেই ওই কাজ শেষ হয়ে যাবে।

লালবাজার জানিয়েছে, প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের উপরে অবস্থিত ওই সেতু বন্ধ থাকার ফলে যাদবপুর থানা এবং কালিকাপুর মোড় দিয়ে সব গাড়িকে বিভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একে লকডাউনের জন্য রাস্তায় গাড়ির সংখ্যা কম, অন্য দিকে শনিবার হওয়ায় সেতু বন্ধ থাকলেও ওই এলাকায় তেমন যানজট হয়নি। তবে সকাল এবং বিকেলের দিকে রাসবিহারী অ্যাভিনিউতে গাড়ির চাপ ছিল বেশি।

Advertisement

বিজন সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকায় জীবনানন্দ সেতু এবং প্রিন্স আনোয়ার শাহ রোড দিয়েই পণ্যবাহী লরি এবং ট্রাক চলাচল করে। সেতুটি বন্ধ থাকায় ওই লরি এবং ট্রাকগুলিকে পার্ক সার্কাস কানেক্টর কিংবা পাটুলি দিয়ে ঘুরিয়ে পাঠানো হচ্ছে। আবার বাসগুলিকে যাদবপুর থানার মোড় থেকে ঢাকুরিয়া-গড়িয়াহাট-রাসবিহারী কানেক্টর-রুবি মোড় দিয়ে পাঠানো হচ্ছে। ছোট গাড়িগুলিকে সুলেখা মোড়, সন্তোষপুর অ্যাভিনিউ দিয়ে অজয়নগর মোড় হয়ে ই এম বাইপাসে পাঠানো হচ্ছে। অবশ্য প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের বাসিন্দাদের গাড়ি আটকানো হচ্ছে না। ওই রুটের অটো চলাচল করছে গাঙ্গুলিপুকুর পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement