জাপানি সাহায্য

ঢেলে সাজবে হাওড়ার পরিবহণ

জাপানের ইয়োকোহামা শহরের উন্নয়ন নিগমের সহযোগিতায় হাওড়ার পরিবহণ পরিকাঠামো ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার। বিশেষ করে হাওড়া শহরের আভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থা ছাড়াও, সাঁতরাগাছি উড়ালপুল ধরে কোনা এক্সপ্রেসওয়ের উপর যানবাহনের চাপ কমানো এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

Advertisement

পিনাকী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৫ ০০:৪৬
Share:

জাপানের ইয়োকোহামা শহরের উন্নয়ন নিগমের সহযোগিতায় হাওড়ার পরিবহণ পরিকাঠামো ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার। বিশেষ করে হাওড়া শহরের আভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থা ছাড়াও, সাঁতরাগাছি উড়ালপুল ধরে কোনা এক্সপ্রেসওয়ের উপর যানবাহনের চাপ কমানো এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। কী করে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যায় তার সমীক্ষার কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাইসওয়াটারহাউস কুপার্সকে।

Advertisement

মঙ্গলবার মহাকরণে জাপানের ইয়োকোহামা শহরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানিয়েছেন হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘খুব অল্প সময়ের মধ্যেই প্রাইসওয়াটারহাউস কুপার্স সমীক্ষার রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই জাপানের সহযোগিতায় হাওড়ার পরিবহণ ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার ভাবনা রয়েছে। এই কাজের খরচের জন্য বিশ্ব ব্যাঙ্ক ঋণ দেবে।’’

শুধু হাওড়ার পরিবহণ ব্যবস্থাই নয়। জাপানি সহযোগিতায় হাওড়ার ক্ষুদ্র শিল্পাঞ্চলের উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা, কলকাতার ও হাওড়ার মধ্যে জলপথ বা রোপওয়ে ব্যবস্থা গড়ে তোলার ভাবনাচিন্তাও করা হচ্ছে। সব ঠিকঠাক চললে, এই প্রকল্পের জন্য জাপান ও ভারত সরকারের মধ্যে একটি চুক্তিও হবে। চুক্তি হবে রাজ্য সরকারের সঙ্গেও। রথীনবাবু এ দিন জানান, শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য ইয়োকোহামা শহরের শিল্প সংস্থাগুলির সঙ্গে এখানকার সংস্থাগুলির মধ্যেও পারস্পরিক চুক্তি হবে। তাঁর দাবি, রাজ্য সরকার চাইছে ইয়োকোহামা শহরের আদলে হাওড়াতেও আধুনিক প্রযুক্তির ক্ষুদ্র শিল্পাঞ্চল গড়ে উঠুক। এই পরিকল্পনায় হাওড়ার ফাউন্ড্রি শিল্পও উপকৃত হবে। গড়ে তোলা হবে ‘বেলুড় শিল্প তীর্থ’। যেখানে মূলত ক্ষুদ্র শিল্প সংস্থাগুলিই উৎপাদনের কাজ করবে।

Advertisement

সোমবারই ইয়োকোহামা শহর থেকে একটি প্রতিনিধি দল রাজ্যে এসেছে। ওই দলটি নবান্নে গিয়ে মুখ্যসচিব সঞ্জয় মিত্রের সঙ্গে বৈঠকের পরে হাওড়ার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখে। এ দিন দলটি মহাকরণে এসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করে। রাজ্য প্রশাসনের একটি অংশের দাবি, যে দলটি জাপান থেকে এসেছে তারা যথেষ্ট অভিজ্ঞ। হাওড়ার পরিকাঠামো উন্নয়নের জন্য যে ভাবনা শুরু হয়েছে সে কাজ তারা যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে করে দিতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement