Fake CBI Officer

Fake CBI: ফ্ল্যাট ভাড়া নিয়ে চলত জালিয়াতি, উদ্ধার ভুয়ো নিয়োগপত্র  

প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, শুভদীপ একাই ছিল এই জালিয়াতির মাথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ০৬:২৬
Share:

ফাইল চিত্র।

শুধু জগাছার বাড়ি থেকে নয়। জালিয়াতির কারবার চালাতে কলকাতার কেষ্টপুরের মহিষগোটেও ফ্ল্যাট ভাড়া নিয়েছিল হাওড়ার শুভদীপ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাকে নিয়ে ওই ফ্ল্যাটে হানা দেয় জগাছা থানার পুলিশ। সঙ্গে ছিল নিউ টাউন থানার পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় আরও একটি ওয়াকিটকি, ল্যাপটপ ও সিবিআইয়ের নকল স্ট্যাম্প-সহ চাকরি দেওয়ার নিয়োগপত্র। ফ্ল্যাটটি সিল করেছে পুলিশ। সূত্রের খবর, শুভদীপের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পরে ওই ফ্ল্যাটের মালিক পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। প্রতি মাসে সাড়ে পাঁচ হাজার টাকা ফ্ল্যাটভাড়া দিত শুভদীপ। গত বুধবার শুভদীপের জগাছার বাড়ি থেকেও দু’টি ওয়াকিটকি-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার ভুয়ো নথি উদ্ধার করেছিলেন তদন্তকারীরা।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, শুভদীপ একাই ছিল এই জালিয়াতির মাথা। এত দিন অভিযু্ক্ত দাবি করছিল, মধুবনীর বাসিন্দা লালন কুমারের সাহায্যে সে বিভিন্ন জনকে চাকরি দেওয়ার নামে তাঁদের থেকে টাকা নিত। কিন্তু শুভদীপকে জেরা করে জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে লালনের থেকেই প্রথমে টাকা নেয়। এর পরে তাঁকে দিয়ে তাঁর বন্ধুদের ভুয়ো চাকরির ফাঁদে ফেলে। তদন্তকারীরা তাই এখন লালনকে গ্রেফতার না করে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার কথা চিন্তা করছেন। সে ব্যাপারে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তদন্তকারীদের একাংশের মতে, কী ভাবে ও কত জনকে প্রতারণার ফাঁদে ফেলেছে শুভদীপ এবং কত টাকা হাতিয়েছে, তা লালনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যেতে পারে।

এর পাশাপাশি নীল বাতি লাগানো যে গাড়িতে করে শুভদীপ ঘুরত, তার চালকের থেকে পুলিশ জেনেছে, শুভদীপ মাঝেমধ্যে গাড়ি ভাড়া নিয়ে শহরে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াত। কখনও যেত সিজিও কমপ্লেক্সের সামনে, কখনও জিপিও-র কাছে। কোথাওই সে গাড়ি থেকে নামত না। এ জন্য দৈনিক আড়াই হাজার টাকা গাড়ি ভাড়া দিত অভিযুক্ত। পুলিশ জানায়, নীল আলো শুভদীপই কিনে গাড়ির মাথায় লাগিয়েছিল। ওই চালক জানান, নিজেকে সিবিআই অফিসার প্রমাণ করতে তাঁকে নিয়োগ করার চিঠি দিয়ে রেখেছিল অভিযুক্ত। যা দেওয়া হয়েছিল সিবিআইয়ের নকল প্যাডে। তাই চিঠি পেয়ে চালকের আর সন্দেহ হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement