Matri Sadan Bidhannagar Municipal Hospital

বিধাননগর মাতৃসদনে খুলছে অন্তর্বিভাগ

বিধাননগর পুরসভার সঙ্গে সাবেক রাজারহাট-গোপালপুর পুর এলাকাকে মেশানোয় এখানে চিকিৎসা চাহিদা আরও বেড়েছে। ফলে বাসিন্দাদের দাবি ছিল, অন্তর্বিভাগের পরিষেবা চালু করার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৩:২৬
Share:

বিধাননগর মাতৃসদন হাসপাতাল। ফাইল চিত্র

অবশেষে কয়েক বছর বন্ধ থাকার পরে বিধাননগর মাতৃসদন হাসপাতালে অন্তর্বিভাগ চালু করতে চলেছে পুরসভা। পুরসভা সূত্রের খবর, চলতি মাসে সেই পরিষেবা চালু করার কথা।

Advertisement

বছর তিনেক আগে সল্টলেকের ইই ব্লকে অবস্থিত বিধাননগর মাতৃসদন হাসপাতালের পুরো পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে বহির্বিভাগ চালু হলেও অন্তর্বিভাগ বন্ধই ছিল। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে অসন্তোষও তৈরি হয়। এক পুরকর্তা জানাচ্ছেন, আপাতত ৩০টি শয্যা নিয়ে অন্তর্বিভাগ চালুর কথা হয়েছে। মেডিসিন, শিশু-রোগ, স্ত্রী রোগ, শল্য, ইএনটি এবং দন্ত বিভাগ চালু করার পরিকল্পনাও শুরু করেছে পুরসভা। সূত্রের খবর, পূর্ণ পরিকাঠামো চালু করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর প্রয়োজনীয় সংখ্যা এবং জরুরি বিষয়গুলি নিয়ে চলছে পর্যালোচনা। চলতি বছরেই অস্ত্রোপচার এবং জরুরি বিভাগ শুরুর পরিকল্পনাও রয়েছে বলে জানাচ্ছেন পুর কর্তৃপক্ষ। এ সব চালু হলে উপকৃত হবেন সল্টলেক সংলগ্ন সুকান্তনগর, কুলিপাড়া, মহিষবাথানের মতো সংযুক্ত এলাকা, দত্তাবাদ এবং পার্শ্বস্থ এলাকার বাসিন্দারা।

বিধাননগর পুরসভার সঙ্গে সাবেক রাজারহাট-গোপালপুর পুর এলাকাকে মেশানোয় এখানে চিকিৎসা চাহিদা আরও বেড়েছে। ফলে বাসিন্দাদের দাবি ছিল, অন্তর্বিভাগের পরিষেবা চালু করার। অথচ চিকিৎসা পরিষেবা পেতে বিধাননগর মহকুমা হাসপাতাল অথবা কলকাতার সরকারি হাসপাতালের উপরেই নির্ভর করতে হয় তাঁদের। তা সত্ত্বেও কেন এত দিন ধরে অন্তর্বিভাগ বন্ধ ছিল? এই প্রশ্নের অবশ্য কোনও সদুত্তর দিতে পারেননি পুর কর্তৃপক্ষ। পুরসভার একটি সূত্র জানাচ্ছে, এক সময়ে পিপিপি মডেলে অন্তর্বিভাগ চালুর পরিকল্পনা হয়েছিল। সেই কারণেই দীর্ঘদিন বন্ধ ছিল অন্তর্বিভাগ।

Advertisement

মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায় জানান, চলতি মাসেই চালু করার চেষ্টা চলছে। পর্যায়ক্রমে অন্যান্য পরিষেবা চালু করা হবে। পরবর্তী সময়ে পরিকাঠামো সম্প্রসারণেরও পরিকল্পনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement