Firhad Hakim

বহুতলের প্রবীণদের পাশে দাঁড়াতে উদ্যোগ

বিভিন্ন আবাসনে বয়স্ক রোগীদের সাহায্যে আবাসিকদের কমিটি যাতে এগিয়ে আসে, তার জন্য তাদের কাছে আগেই আবেদন জানানো হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০৩:৩৮
Share:

ফিরহাদ হাকিম। — ফাইল চিত্র।

শহর এবং শহরতলির বহুতলগুলিতে প্রবীণেরা কেউ করোনায় আক্রান্ত হলে সেই এলাকার পুর প্রতিনিধি এবং পুলিশকর্মীরা যাতে দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, তার জন্য বহুতলগুলির তালিকা তৈরির পরিকল্পনা আগেই করেছিল রাজ্য প্রশাসন। বুধবার কলকাতা, হাওড়া, বিধাননগর এবং নিউ টাউনের বহুতলের তালিকা এবং বিভিন্ন জরুরি পরিষেবার ফোন নম্বর সংবলিত একটি পুস্তিকা প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

Advertisement

এ দিন তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়িয়ে কোভিডের বিরুদ্ধে লড়তে পুর প্রশাসনকে শামিল করেছেন মুখ্যমন্ত্রী। অসহায় মানুষের কাছে যাতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্যই এই উদ্যোগ।’’ প্রশাসনের বিভিন্ন জরুরি পরিষেবার ফোন নম্বরের তালিকা বহুতল আবাসনগুলিতে ঝুলিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

চিকিৎসক সংগঠনগুলির সাহায্যে বিভিন্ন এলাকার চিকিৎসকদের একটি তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান ফিরহাদ। বাড়ানো হয়েছে অ্যাম্বুল্যান্সের সংখ্যাও। কলকাতা পুর এলাকার ১৪৪টি ওয়ার্ডেই নিখরচায় করোনা পরীক্ষা করা হচ্ছে। ফিরহাদের দাবি, কলকাতা ও শহরতলিতে যে সমস্ত সেফ হোম তৈরি করা রয়েছে, সেখানে প্রচুর ফাঁকা শয্যা রয়েছে।

Advertisement

বিভিন্ন আবাসনে বয়স্ক রোগীদের সাহায্যে আবাসিকদের কমিটি যাতে এগিয়ে আসে, তার জন্য তাদের কাছে আগেই আবেদন জানানো হয়েছিল। নিয়মানুযায়ী, পুরসভা এবং স্বাস্থ্য দফতরের কাছে যেমন বহুতলের তালিকা থাকবে, একই ভাবে বহুতলের বাসিন্দাদের কাছেও সংশ্লিষ্ট এলাকার থানা ও পুর প্রতিনিধিদের নম্বর থাকবে। বহুতলের তালিকা থাকলে প্রশাসনের ক্ষেত্রে ব্যবস্থা নিতে সুবিধা হবে।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement