মশার প্রকোপ কমাতে এ বার সল্টলেকের চারধারে খালে মোটরবোট চালানোর পরিকল্পনা নিয়েছে বিধাননগর পুরসভা। উত্তর ২৪ পরগনা প্রশাসনের কাছে ৩টিমোটরবোট চাওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
ইতিমধ্যেই মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে বিধাননগর পুর এলাকায়। জ্বরে আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে। তার মধ্যে ডেঙ্গি রোগীর সংখ্যা ৪৪। দু’জনের মৃত্যুও হয়েছে।
বিধাননগরে খালকে কেন্দ্র করেই মশার প্রকোপ বেড়েছে বলে মনে করছে পুর প্রশাসন। তাই সেখানে বোট চালিয়ে মশার আঁতুড়ঘর ধ্বংস করতে চাইছে পুরসভা। খালকে কেন্দ্র করে চারদিক থেকে মশা তাড়ানোর তেল ছড়ানোর পরিকল্পনা করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, কর্মী ঘাটতি মেটাতে স্বাস্থ্য দফতরের কাছে আর্জি জানানো হয়েছে। বিভিন্ন সংস্থা থেকে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধাননগরের মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নির্দিষ্ট পরিকল্পনা করে এগোনো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের দিকেই নজর দেওয়া হচ্ছে।’’
মশাবাহিত রোগ প্রতিরোধে পুরসভার ব্যর্থতার অভিযোগ তুলে বৃহস্পতিবার মেয়র সব্যসাচী দত্তের কাছে স্মারকলিপি দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ দিন ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই জঙ্গল সাফ, ব্লিচিং ছড়ানোর কাজ করেন। বিজেপির তরফে অশোক সরকারের নেতৃত্বে একটি দল বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে সাফাইয়ের কাজ করে।