কয়েক কোটি টাকার প্রতারণায় গ্রেফতার আইআইটি-র ইঞ্জিনিয়ার

একটি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নামে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের মতো কয়েকটি রাজ্য থেকে একাধিক লোককে প্রতারিত করার ঘটনা চলতি বছরের অক্টোবরে সামনে আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৩:১৬
Share:

প্রতীকী ছবি।

অবশেষে কয়েক কোটি টাকার প্রতারণায় ধরা পড়ল মূল চক্রী। মঙ্গলবার রাতে নারায়ণপুর থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতের নাম রজনীশ সিংহ (৪০)। পুলিশ জানিয়েছে, রজনীশ আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। বুধবার তাকে বিধাননগর আদালতে তোলা হলে ন’দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Advertisement

একটি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নামে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের মতো কয়েকটি রাজ্য থেকে একাধিক লোককে প্রতারিত করার ঘটনা চলতি বছরের অক্টোবরে সামনে আসে। ওই ঘটনায় ক্রেটার অনলাইন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার পাঁচ নম্বর সেক্টরের অফিস থেকে পুলিশ ১ কোটি ৪ লক্ষ টাকা উদ্ধার করেছিল। এর পরে ওই সংস্থার চারটি অফিস সিল করে দেওয়া হয়। গ্রেফতার করা হয়েছিল মোট ১৩ জনকে। কিন্তু মূল চক্রী রজনীশ এত দিন ধরে বেপাত্তা ছিল।

তদন্তকারীরা খবর পাচ্ছিলেন, মুম্বই, দিল্লিতে পালিয়ে বেড়াচ্ছে রজনীশ। বিধাননগর পুলিশের একটি দল সেখানে গিয়েও তাকে ধরতে ব্যর্থ হয়। সম্প্রতি পুলিশ খবর পায় কলকাতায় ফিরে এসেছে সে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নারায়ণপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

প্রাথমিক জেরায় পুলিশ জেনেছে, আসানসোলে ছোটবেলা কেটেছে রজনীশের। আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে কলকাতায় চলে আসে। এখনও পর্যন্ত রজনীশের দু’টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। ওই ব্যবসা শুরুর কয়েক বছরের মধ্যেই দামি গাড়ি, ফ্ল্যাট কেনে সে। পুলিশের প্রাথমিক অনুমান, বিলাসবহুল জীবনের লোভেই সম্ভবত প্রতারণার ব্যবসায় নেমেছিল রজনীশ।

তবে এমন প্রতারণার নেপথ্যে আরও কেউ জড়িয়ে রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement