Arrest

বধূর মৃত্যুর ঘটনায় গ্রেফতার স্বামী

পুলিশ জানায়, মনীষা মণ্ডল (২০) নামে ওই বধূকে বৃহস্পতিবার শহিদ স্মৃতি কলোনিতে তাঁর শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৩
Share:

প্রতীকী ছবি

বধূকে নির্যাতন ও খুনের অভিযোগে স্বামীকে শুক্রবার গ্রেফতার করেছে পঞ্চসায়র থানার পুলিশ। ধৃতের নাম শ্রীমন্ত মণ্ডল। শনিবার আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

পুলিশ জানায়, মনীষা মণ্ডল (২০) নামে ওই বধূকে বৃহস্পতিবার শহিদ স্মৃতি কলোনিতে তাঁর শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, মনীষার দেহের সুরতহাল হয়। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর দেহের ময়না-তদন্তও হয়। তার পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও না মিললেও প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মনীষা আত্মহত্যা করেন। তাঁর মায়ের অভিযোগ, মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

Advertisement

মেয়ের মৃত্যুর পরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে শুক্রবার পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আনন্দপুরের নোনাডাঙার বাসিন্দা সীতা সামন্ত। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী শ্রীমন্ত। মায়ের অভিযোগ, দেওর বাবলু মণ্ডলও মনীষাকে নিগ্রহ করতেন। মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই হেনস্থা করতেন বলে সীতা লিখিত অভিযোগে জানান। অভিযোগ পাওয়ার পরে শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ শ্রীমন্তকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement