—প্রতিনিধিত্বমূলক ছবি।
পুজোর ভিড় সামলাতে পূর্ব রেলের শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন একাধিক ব্যবস্থা নিচ্ছে। বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কয়েকটি ক্ষেত্রে আগামী কাল, বৃহস্পতিবার থেকে ওই ব্যবস্থাপনা শুরু হবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পরে হাওড়া স্টেশনে শহরতলির ট্রেনের যাত্রীদের ভিড় বেড়েছে। সেই ভিড় সামলাতে অতিরিক্ত রক্ষীর ব্যবস্থা করা ছাড়াও হাওড়া স্টেশনে অসংরক্ষিত শ্রেণির টিকিট কাটার জন্য সাতটি অতিরিক্ত কাউন্টার খোলা হয়েছে।
পুজোর সময়ে ২৪ ঘণ্টাই খোলা থাকছে কাউন্টারগুলি। আগামী কাল, বৃহস্পতিবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় পুজোর বিশেষ পরিষেবা শুরু হবে। দুপুর থেকে রাত ২টো পর্যন্ত ওই
পরিষেবা মিলবে। যাত্রীদের সুবিধার জন্য হাওড়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর বুকিং কাউন্টারের কাছেই লোকাল ট্রেনের যাত্রীদের জন্যঅসংরক্ষিত টিকিটের কাউন্টার বাড়ছে। বসানো হচ্ছে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। হাওড়ায় কর্ড এবং মেন শাখা ছাড়াও ব্যান্ডেল শাখায়
পুজোর দিনে রাত ১টা পর্যন্ত বিশেষ ট্রেনের পরিষেবা থাকবে। পুজো উপলক্ষে হাওড়া ডিভিশন লোকাল এবং দূরপাল্লার ট্রেন মিলে ১৪টি অতিরিক্ত ট্রেন চালাচ্ছে।
শিয়ালদহ স্টেশনে শহরতলির যাত্রীদের সুবিধার জন্য চারটি অতিরিক্ত ট্রেন ইন্ডিকেশন বোর্ড বসানো হয়েছে। রেল সূত্রের খবর, স্টেশনে প্রবেশের পরে যাত্রীদের শহরতলির ট্রেন ছাড়াও অন্যান্য দূরপাল্লার ট্রেনের হদিস পেতে সুবিধা হবে ওই বোর্ড থাকায়। পুজো উপলক্ষে ডি আর এম দীপক নিগমের নির্দেশে শিয়ালদহ ছাড়াও বিধাননগর রোড স্টেশনে শ্রীভূমির পুজোর ভিড়কে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত সারা রাত ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। রাত ১২টা থেকে ভোর ৩টের মধ্যে শিয়ালদহ থেকে রানাঘাট, নৈহাটি, ডানকুনি,
বারুইপুর, বজবজ শাখায় একাধিক লোকাল ট্রেন চলবে। পুজোর সময়ে দিনের বেলায় শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন রবিবারের সূচি মেনে চলবে।
এর পাশাপাশি, স্টেশনে টিকিট পরীক্ষকদের বেশি সংখ্যায় রাখা হচ্ছে। শিশু এবং মহিলাদের
সুরক্ষা নিশ্চিত করতে আর পি এফের নজরদারি ছাড়াও যাত্রীদের কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক সাহায্য দিতে হাওড়া এবং শিয়ালদহ, দুই স্টেশনেই চিকিৎসা পরিষেবা প্রদানকারী দল রাখা হবে বলে জানানো হয়েছে।