গরম ঝোল গায়ে পড়ে যাওয়ায় চার দিন হাসপাতালে ছিলেন লালন সিংহ (২৭)। বুধবার রাতে মৃত্যু হল তাঁর। পুলিশ জানায়, এজরা স্ট্রিটে একটি ভাতের হোটেলে কাজ করতেন বিহারের বাসিন্দা লালন। গত রবিবার সেখানে খেতে আসা মহম্মদ জাকির নামে এক ব্যক্তি ভাতের সঙ্গে রুটিও খেতে চান। লালন জাকিরকে জানান, দুপুরে রুটি হয় না। এ নিয়ে লালনের সঙ্গে বচসা বাধে জাকিরের। অভিযোগ, বচসা চলাকালীন জাকির আচমকা ধাক্কা মারেন লালনকে। টাল সামলাতে না পেরে লালন রাস্তার উপরে পড়ে যান। ফুটন্ত মাছের ঝোল ভর্তি একটি ডেকচিও তাঁর উপরে উল্টে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তখন জাকির মত্ত অবস্থায় ছিলেন। লালনকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। রবিবারই ক্যানিং স্ট্রিট থেকে পেশায় মুটে জাকিরকে গ্রেফতার করা হয়েছিল। তখন জাকিরের বিরুদ্ধে পুলিশ ‘ইচ্ছা করে আঘাত করার’ মামলা রুজু করে। জাকির এখন পুলিশ হেফাজতে। লালনের মৃত্যুর পরে তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।