জমে থাকা মামলার নিষ্পত্তিতে ‘মধ্যস্থতা’র ভাবনা

সূত্রের খবর, শুধু কলকাতা হাইকোর্টেই জমে থাকা মামলার সংখ্যা প্রায় ২ লক্ষ ৩০ হাজার! এর বাইরে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে আরও প্রায় ২২ লক্ষ মামলা জমে আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ০৪:৩৯
Share:

—ফাইল চিত্র।

পাহাড়প্রমাণ জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে ‘মধ্যস্থতা’ (মিডিয়েশন) পদ্ধতির পথে হাঁটতে চাইছে কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন জানান, দুই ২৪ পরগনা এবং কলকাতায় এই প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে তিনটি জেলায় কর্মশালাও হয়েছে।

Advertisement

সূত্রের খবর, শুধু কলকাতা হাইকোর্টেই জমে থাকা মামলার সংখ্যা প্রায় ২ লক্ষ ৩০ হাজার! এর বাইরে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে আরও প্রায় ২২ লক্ষ মামলা জমে আছে। তার মধ্যে বাণিজ্যিক ও বিয়ে সংক্রান্ত যে সব মামলা রয়েছে, সেগুলির দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগী হচ্ছেন কর্তৃপক্ষ। বিচারপতি টন্ডন জানান, এখন হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলিতে প্রশিক্ষিত মধ্যস্থতাকারীদের ‘প্যানেল’ তৈরি হয়েছে। মধ্যস্থতা কেন্দ্র গড়ে তোলা হয়েছে রাজ্যের প্রায় সব জেলায়।

আগামী দিনে রাজ্যের বাকি জেলায় ‘মধ্যস্থতা’ নিয়ে আরও কর্মশালা হবে বলে এ দিন জানান বিচারপতি টন্ডন। কী ভাবে বিচারপ্রার্থীরা আদালতে যাওয়ার আগেই বিবাদের নিষ্পত্তি করতে পারবেন, মামলা চলাকালীনই বা কী ভাবে বিবাদ মেটাতে পারবেন, তার বিস্তারিত উল্লেখ করে একটি ‘ওয়েব পোর্টাল’ খোলার পরিকল্পনা হয়েছে বলে বিচারপতি জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement