—ফাইল চিত্র
এক বছর আগে পরীক্ষামূলক ভাবে নিউ টাউনে একটি রাস্তা তৈরির ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার করা হয়েছিল। সম্প্রতি সেই রাস্তার গুণমান পরীক্ষা করে সন্তুষ্ট প্রশাসন। এ বার তাই নিউ টাউনে অন্যান্য জায়গাতেও প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে রাস্তা তৈরির কাজ করতে চলেছে হিডকো।
নিউ টাউনে হিডকো এবং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ আবর্জনামুক্ত শহর তৈরির পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। বিশেষত বর্জ্য পৃথকীকরণে বেশি জোর দেওয়া হয়েছে। সেই কাজ করতে গিয়ে বাসিন্দাদের বাড়ি থেকে সংগ্রহ করা আবর্জনা থেকে প্লাস্টিক আলাদা করে রাখা হচ্ছে।
হিডকো সূত্রের খবর, নিউ টাউনের অ্যাকশন এরিয়া ২-এর একটি শপিং মল সংলগ্ন রাস্তা তৈরির সময়ে পরীক্ষামূলক ভাবে প্লাস্টিক ব্যবহার করা হয়েছিল। সম্প্রতি সেখানে ইঞ্জিনিয়ারেরা সমীক্ষা চালান। পরে সন্তোষজনক রিপোর্ট দিয়েছেন তাঁরা। তাই এই পদ্ধতি আরও বেশি করে প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ টাউন মেলা প্রাঙ্গণের কাছে একটি রাস্তায় ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। সূত্রের খবর, সংগৃহীত আবর্জনা থেকে প্রথমে প্লাস্টিক আলাদা করে পরিষ্কার করা হচ্ছে। তার পরে প্রয়োজন অনুসারে বিটুমিনের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে সেই প্লাস্টিক।
হিডকোর এক কর্তা জানান, পরীক্ষামূলক ভাবে রাস্তা তৈরিতে প্লাস্টিক ব্যবহার করে সন্তোষজনক ফল মিলেছে। তাই এমন রাস্তা আরও করা হবে। তিনি জানান, এই ভাবে এক দিকে যেমন আবর্জনামুক্ত শহর গড়ে তোলার লক্ষ্য পূরণ হবে, তেমনই রাস্তা দীর্ঘদিনের জন্য ভাল থাকবে। নিউ টাউনের বাসিন্দাদের একাংশের কথায়, অনেক ক্ষেত্রে একই রাস্তা বার বার মেরামত করা হয়। তাতে সময়, শ্রম এবং অর্থের অপচয় ঘটে। প্লাস্টিক মিশ্রিত রাস্তা দীর্ঘমেয়াদি হলে, তা মানুষের ভোগান্তি কমাতে
সাহায্য করবে।