ফাইল ছবি
আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অক্সিজেন স্যাচুরেশন রয়েছে ৯৮ শতাংশ। অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষাও করা হচ্ছে, তাতে আশঙ্কার কোনও কারণ দেখছেন না চিকিৎসকরা।
গত ১৮ মে, রাত ১১টার সময় হাসপাতালে ভর্তি হন মীরা। শ্বাসকষ্ট, জ্বর ও মাথাব্যথার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক কৌশিক চক্রবর্তী ও ধ্রুব ভট্টাচার্যের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে মীরার। ১৮ তারিখ রাতেই করোনা পজিটিভ ধরা পড়ে তাঁর। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসা চলছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁর চিকিৎসা চলছে বাড়িতেই।