ভেঙে মাঝরাস্তায় ঝুলে আছে সেই লোহার বার। বুধবার। —নিজস্ব চিত্র।
ফুটবলের গোলপোস্টের মতো দেখতে লোহার তৈরি হাইট বার। উদ্দেশ্য, একটি নির্দিষ্ট উচ্চতার গাড়িই তার তলা দিয়ে যাতায়াত করতে পারবে। তার চেয়ে বেশি উচ্চতার গা়ড়ি সেখান দিয়ে যেতে গেলে আটকে যাবে ওই লোহার পোস্টে।
রেলের যে সব সেতুর নীচ দিয়ে গাড়ি যাতায়াত করে, সেখানে লোহার হাইট বার বসান রেল কর্তৃপক্ষই। যাতে ওই সব সেতুতে ধাক্কা মেরে কোনও গাড়ি ক্ষতি করতে না পারে। বুধবার সকালে টালিগঞ্জ স্টেশনের সামনে দেশপ্রাণ শাসমল রোডে রেলের একটি হাইট বারের উপরের লোহার বিমটি ভেঙে ঝুলতে দেখা গেল। এই ঘটনার জেরে দিনের ব্যস্ত সময়ে প্রায় ঘণ্টা তিনেক বন্ধ রাখা হয় দেশপ্রাণ শাসমল রোডের একাংশ। ফলে যানজটে নাকাল হলেন শহরবাসী। লোহার বিমটি মেরামতির পরে দুপুর ২টো নাগাদ ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও রেল কর্তৃপক্ষের অনুমান, এ দিন কোনও উঁচু লরি জোর করে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে হাইট বারটিতে ধাক্কা মারে। এর ফলে লোহার বারটি ভেঙে যায়। এর পরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় যে লোহার বারটি যে কোনও সময়ে পথচারী বা পথ চলতি যানবাহনের ওপর ভেঙে পড়ে বিপদ ঘটাতে পারে। পুলিশ এসে রাস্তার ওই অংশটুকু আটকে ব্যারিকেড দিয়ে দেয়। এর জেরে প্রিন্স আনোয়ার শাহ মোড় থেকে দেশপ্রাণ শাসমল রোডের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর যায় রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। রেলের কর্মীরা এসে গ্যাস কাটার দিয়ে ঝুলতে থাকা
বিমের বিপজ্জনক অংশ কেটে দেয়। তার পরে যান চলাচল স্বাভাবিক হয়।