ফাইল চিত্র।
বৌবাজারে মেট্রো রেল প্রকল্পে ধস নেমে বাড়ি ভাঙার ক্ষতিপূরণের টাকা না পেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, কৃপাসিন্ধু সাহু নামে ওই ব্যক্তি ৩ নম্বর গৌর দে লেনের বাসিন্দা নন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য দু’পক্ষকেই হলফনামা দিয়ে বক্তব্য পেশ করতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন।
ওই ব্যক্তির আইনজীবী প্রসূন দত্ত এবং অমিয় দত্ত জানান, ৩ নম্বর গৌর দে লেনের তিনতলা ওই বাড়ির একাধিক ভাড়াটিয়াকে হোটেল বা অন্যত্র অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু কৃপাসিন্ধুকে অস্থায়ী বাসস্থান দেওয়া হয়নি। এমনকি, তাঁকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়নি। গত ২ অক্টোবর ওই ব্যক্তি প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, বাড়ি ভাড়ার রসিদ, রান্নার গ্যাসের বই, ব্যাঙ্কের পাস বইয়ের প্রতিলিপি পাঠান মেট্রো কর্তৃপক্ষের কাছে। ডিসেম্বরে মেট্রো কর্তৃপক্ষ চিঠির প্রাপ্তি স্বীকার করলেও জানিয়ে দেন, কৃপাসিন্ধুর ক্ষতিপূরণের আবেদনপত্র তাঁরা খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি কর্তৃপক্ষ জানান, ওই ব্যক্তির বাড়ি সারিয়ে দেওয়া হবে।
আইনজীবীরা জানান, মামলার আবেদনে বলা হয় প্রেমানন্দ সাহা, লালজি সাউ-সহ ওই বাড়ির একাধিক বাসিন্দা ক্ষতিপূরণ পেলেও কৃপাসিন্ধু বঞ্চিত হয়েছেন। দু’পক্ষকে হলফনামার নির্দেশ দিয়ে বিচারপতি ভট্টাচার্য জানিয়ে দেন মামলার পরবর্তী শুনানি হবে চলতি বছরে মার্চে।