ফুটপাত থেকে প্লাস্টিক খোলা শুরু গড়িয়াহাটে

হকার ইউনিয়নের সঙ্গে এ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০২:০৮
Share:

গড়িয়াহাট চত্বরে কয়েকটি স্টল থেকে খুলে ফেলা হয়েছে প্লাস্টিকের ছাউনি। বুধবার। নিজস্ব চিত্র

গড়িয়াহাটের বহুতলে অগ্নিকাণ্ডের পরে গত মঙ্গলবার ফুটপাত থেকে প্লাস্টিকের ছাউনি খুলে ফেলতে দেখা গিয়েছিল উত্তর কলকাতার হকারদের একাংশকে। বুধবার সেই একই ছবি দেখা গেল দক্ষিণেও।

Advertisement

হকার ইউনিয়নের সঙ্গে এ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তার পরের দিনই গড়িয়াহাট চত্বরের প্রায় জনা পঞ্চাশেক হকার তাঁদের স্টল থেকে প্লাস্টিকের ছাউনি খুলে নিলেন। চলতি সপ্তাহের মধ্যে ওই এলাকার বাকি হকারেরা তাঁদের স্টলের প্লাস্টিক খুলে নেবেন বলে হকার ইউনিয়নের নেতা দেবরাজ ঘোষ জানিয়েছেন। ভবিষ্যতে রাতে ফুটপাতের উপরে জিনিস মজুত করে রাখবেন না বলেও পুলিশকে জানিয়েছেন হকারেরা। প্রসঙ্গত, গড়িয়াহাট চত্বরে প্রায় ১৪০০ হকার রয়েছেন, যাঁরা রাসবিহারী অ্যাভিনিউ এবং গড়িয়াহাট রোডের দু’পাশের ফুটপাতে ব্যবসা করেন বলে জানিয়েছে পুলিশ।

ফুটপাত থেকে প্লাস্টিক সরিয়ে হকারদের জন্য তাইল্যান্ড মডেলের অনুকরণ করা হবে বলে জানিয়েছিলেন মেয়র। ওই মডেল অনুযায়ী, হকারদের স্টলের মধ্যে বসানো থাকবে চৌকো ছাতা। ছয় ফুট বাই চার ফুটের ওই স্টল ও ছাতার মডেল নিয়ে চলতি সপ্তাহে গড়িয়াহাটে যেতে পারেন মেয়র। তার পরেই হকারদের সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

গত শনিবার গভীর রাতে গড়িয়াহাট মোড়ে একটি বহুতলে আগুন লাগে। ফুটপাতে থাকা হকারদের স্টলে প্লাস্টিকের মতো দাহ্য বস্তু থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরেই মঙ্গলবার হকার ইউনিয়ন, পুলিশ এবং দমকল আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মেয়র। সেখানেই মেয়র সাফ জানিয়ে দেন, গড়িয়াহাটের ফুটপাতে কোন প্লাস্টিকের ছাউনি থাকবে না। একই সঙ্গে ফুটপাতের দুই-তৃতীয়াংশ জায়গা পথচারীদের জন্য ছেড়ে রাখতে হবে।। এর জন্য ফুটপাতে হকারদের জন্য জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে। কোনও গুরুত্বপূর্ণ মোড়ের ৫০ ফুটের মধ্যে হকাররা বসতে পারবেন না বলেও ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এর ফলে গডি়য়াহাটের বেশ কিছু হকারকে পুনর্বাসন দিতে হবে বলে জানিয়েছে হকার ইউনিয়ন। তার জন্য বুধবার সকালে গড়িয়াহাটে যান পুরসভার পার্ক এবং উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিষ কুমার। পরে তিনি জানান, ওই হকারদের পুনর্বাসন কোথায় দেওয়া হবে তা ঠিক করবে টাউন ভেন্ডিং কমিটি। হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ জানিয়েছেন, তাঁরা নিজেরাই ওই ৫০ ফুটের ভিতরে ফুটপাতে বসা হকারদের সরিয়ে দেবেন।

বুধবার গড়িয়াহাটে গিয়ে দেখা যায়, কয়েকটি স্টলের ছাউনি এবং স্টল ঘিরে রাখা প্লাস্টিক খুলে ফেলা হয়েছে। তবে হকারেরা জানাচ্ছেন, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত রাতে ওই প্লাস্টিক দিয়েই জিনিসপত্র মুড়ে রাখবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement