সেই হাইট বার। মঙ্গলবার, যশোর রোডে।ছবি: শৌভিক দে
উড়ালপুলে ওঠার মুখে বিপজ্জনক ভাবে ঝুলছে লোহার বিমটি (হাইট বার)। মোটরবাইক, গাড়ি— সবই যাতায়াত করছে তার তলা দিয়ে। চলন্ত গাড়ি বা বাইকের উপরে যা ভেঙে পড়লে ঘটতে পারে বড় ধরনের বিপদ। এলাকার মানুষের দাবি, দু’-তিন দিন ধরে এ ভাবেই ঝুলে রয়েছে নাগেরবাজার উড়ালপুলের এক দিকের হাইট বার। যদিও ট্রাফিক পুলিশের দাবি, রবিবার সকালেও সেটি ঠিক ছিল। সোমবারই বিষয়টি তাদের নজরে এসেছে। এ দিন সকালেই তা স্থানীয় দমদম পুরসভাকে জানানো হয়েছে বলে জানায় নাগেরবাজার সাব-ট্রাফিক গার্ডের পুলিশ।
২০১৩ সালে একটি লরি উঠে পড়ে উল্টোডাঙা উড়ালপুলের দেওয়ালে ধাক্কা মারায় ভেঙে পড়েছিল উড়ালপুলের একাংশ। তার পর থেকেই কলকাতার বিভিন্ন উড়ালপুলে ওঠা-নামার মুখে দু’টি সমান্তরাল লোহার স্তম্ভের উপরে একটি লোহার বিম বা ‘হাইট বার’ বসিয়ে দেওয়া হয়। যাতে বড় গাড়ি কোনও ভাবেই উড়ালপুলে উঠতে না পারে। নাগের বাজারে যানজট এড়াতে যশোর রোডে তৈরি এই উড়ালপুলেরও দু’প্রান্তে রয়েছে হাইট বার। এই নাগের বাজার উড়ালপুলেরই এয়ারপোর্টের দিকের মুখে হাইট বারটি সমান্তরাল দুই স্তম্ভের একটি দিক থেকে খুলে গিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
নাগের বাজারের উড়ালপুলটি তৈরি করেছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অফিস (এইচআরবিসি)। সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের। এইচআরবিসি কর্তৃপক্ষ জানাচ্ছেন, এ দিনই তাঁরা হাইট বারটি ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, ‘‘মঙ্গলবারই দক্ষিণ দমদম পুরসভা থেকে বিষয়টি জানিয়ে আমাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। বুধবার থেকে সারাইয়ের কাজ শুরু হবে।’’