gold

Gold Price: এক ধাক্কায় অনেকটা সস্তা সোনা, পুজোর আগে সুখবর দিয়ে দাম কমছে রুপোরও

রুপোর দর সোনার সঙ্গে তাল মিলিয়েই চলে। সোনার দাম বৃদ্ধি পেলে রুপোর দরও বাড়তে থাকে। এখন দুই ধাতুর দামই কমছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৮
Share:

আরও কমার আশা।

পুজোর আগে যাঁরা গয়না কিনতে চান বা সোনা-রুপোয় বিনিয়োগ করতে চান তাঁদের জন্য সুখবর। কলকাতা-সহ গোটা দেশেই টানা কমছে সোনার দাম। রুপোও সস্তা হচ্ছে। গত ৩১ অগস্ট সোমবারও কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৪৮ হাজার ৪০০ টাকা। বুধবার সেটাই কমে ৪৮ হাজার টাকা। বৃহস্পতিবারে দাম আরও কমেছে। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবাসাইটে যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে আরও কমছে দাম।

Advertisement

অগস্টের শেষ সপ্তাহ থেকেই সোনার দামে পতন লক্ষ করা গিয়েছে। ২৪ অগস্ট থেকে শুরু হওয়া সপ্তাহে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ওঠানামা করলেও ২৮ ও ২৯ অগস্ট দাম বৃদ্ধি সবচেয়ে বেশি। মঙ্গল ও বুধবারে প্রতি ১০ গ্রামে বৃদ্ধি হয় যথাক্রমে ১৫০ টাকা ও ৩৫০ টাকা। তবে ১ সেপ্টেম্বর পাকা সোনা (২৪ ক্যারাট)-এর দাম ১০ গ্রামে ৪০০ টাকা কমে হয় ৪৮ হাজার টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট) ৪৫ হাজার ৫৫০ টাকা। আর হলমার্ক সোনা (২২ ক্যারাট) ৫৬ হাজার ২৫০ টাকা।

রুপোর দর সোনার সঙ্গে তাল মিলিয়েই চলে। সোনার দাম যখন বৃদ্ধি পেলে রুপোর দরও বাড়তে থাকে। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায় কলকাতায় রুপোর দাম কিছুটা বেড়েছিল। এখন আবার সেটাও কমছে। বুধবারেই রুপোরদাম কেজি প্রতি ৩০০ টাকা কমে হয়েছে ৬৪ হাজার ১০০ টাকা। আর খুচরোর রুপোর কেজি প্রতি দাম ৩০০ টাকা কমে হয়েছে ৬৪ হাজার ২০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement