খেলনা স্কুটারে চোরাই সোনা লুকিয়ে আনতে গিয়ে কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন এক ব্যক্তি। বিমানবন্দরের শুল্ক দফতর সূত্রের খবর, মঙ্গলবার ব্যাঙ্কক থেকে ইন্ডিগোর উড়ানে কলকাতায় আসেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক বাসিন্দা। তাঁর কাছ থেকে ছয়টি ছোট সোনার বার মিলেছে। বাজেয়াপ্ত প্রায় ৬০০ গ্রাম সোনার দাম ১৮ লক্ষ টাকার বেশি বলে শুল্ক দফতর সূত্রে জানানো হয়েছে। ২০ লক্ষ টাকার কম মূল্যের সোনা আনলে গ্রেফতার করার নিয়ম নেই, তাই সোনা বাজেয়াপ্ত করা হলেও ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। শুল্ক দফতর জানিয়েছে, এ দিন সকালে ইন্ডিগোরই উড়ানে কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার সময়ে এক যাত্রীর কাছ থেকে এক লক্ষেরও বেশি সৌদি আরবের মুদ্রা রিয়াল পাওয়া যায়। ভারতীয় টাকায় এই বিদেশি মুদ্রার দাম প্রায় ১৮ লক্ষ টাকা। তাঁর থেকেও রিয়াল বাজেয়াপ্ত করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।