Kolkata Metro

ফের মেট্রোয় আত্মতহত্যার চেষ্টা, কয়েক মিনিটেই উদ্ধার তরুণী, অফিস টাইমে ভোগান্তি

মেট্রোর দাবি, ২-৩ মিনিটের মধ্যেই তাঁকে উদ্ধার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ১১:২৮
Share:

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। —ফাইল চিত্র

ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। বৃহস্পতিবার সকালে গীতাঞ্জলী স্টেশনে এক তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। তবে কয়েক মিনিটের মধ্যেই তাঁকে জীবিত উদ্ধার করতে পেরেছন মেট্রো কর্মীরা। আপাতত টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত উভয় দিকেই চলছে মেট্রো পরিষেবা।

Advertisement

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ গীতাঞ্জলী স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দেন বছর পঁচিশের এক তরুণী। মেট্রোর দাবি, ২-৩ মিনিটের মধ্যেই তাঁকে উদ্ধার করা হয়। ওই তরুণী সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন মেট্রো রেলের আধিকারিকরা।

তবে অফিস টাইমে এই ঘটনার জেরে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ঘটনার সঙ্গে সঙ্গেই টালিগঞ্জের পর থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তবে টালিগঞ্জ থেকে দমদম ও নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

আরও পড়ুন: এত সম্পত্তি! শহরে তৃণমূল কাউন্সিলরের নামে কাটমানি পোস্টার

আরও পড়ুন: ওরা আমার স্বামীকে মেরে ফেলল: নন্দিনী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement