শিবসেনা চায়নি, তাই মুম্বই ফিরিয়ে দিয়েছিল তাঁকে। তার পরে এই প্রথম তাঁর ভারতে আসা। এবং তা কলকাতায়।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ জানুয়ারি এ শহরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানি গজল গায়ক গুলাম আলি। অনুষ্ঠানের উদ্বোধনে সঙ্গীত পরিবেশনে থাকছেন শিল্পী। সঙ্গে থাকছেন তাঁর ছেলে আমির। অনুষ্ঠানটির উদ্যোক্তা সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। দফতরটি রয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।
গত অক্টোবরে শিবসেনার হুমকির জেরে মুম্বইয়ে অনুষ্ঠান না করেই ফিরে যেতে হয়েছিল পাকিস্তানি শিল্পীকে। সেই সময়েই তাঁকে এ রাজ্যে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিন মমতা ছিলেন ভূটানে। খবর পেয়ে সেখান থেকেই এক বার্তায় গুলাম আলিকে পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘সঙ্গীত হল হৃদয়ের ছন্দ। আমরা সাদরে গুলাম আলিকে কলকাতায় এনে অনুষ্ঠান করতে প্রস্তুত।’’ শিল্পীকে স্বাগত জানিয়েছিলেন অন্য কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও। কিন্তু ঘটনাচক্রে প্রথম কলকাতাতেই আসছেন গুলাম আলি। স্বাভাবিক ভাবেই শিল্পীর কলকাতায় আসার খবরে খুব খুশি মমতা। অনুষ্ঠানের কথা জানিয়ে ট্যুইট করেছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েনও।
মঙ্গলবার সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান সুলতান আহমেদ বলেন, ‘‘১২ জানুয়ারি পার্ক সার্কাস ময়দানে আমাদের মিলন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন গুলাম আলি ও তাঁর ছেলে। সেখানে সকলের অবাধ প্রবেশিকার থাকবে।’’ তিনি আরও বলেন, ‘‘মুম্বইয়ে অনুষ্ঠান না করে যখন গুলাম আলিকে ফিরে যেতে হয়েছিল, তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আমরা আমাদের রাজ্যে গুলাম আলির অনুষ্ঠান করব। সেই মতোই মুখ্যমন্ত্রীর হাতে থাকা সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এ বার শিল্পীকে তাদের অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আমন্ত্রণ জানায়।’’ ৯ জানুয়ারি দুবাইয়ে শিল্পীর অনুষ্ঠান রয়েছে। সেখান থেকেই কলকাতায় আসার কর্মসূচি তাঁর।
সুলতান বলেন, ‘‘আমরা কোনও বিতর্কে যেতে চাই না। কিন্তু বাংলা সংস্কৃতির রাজধানী। এখানকার মানুষ গুলাম আলির গান শুনতে আগ্রহী। সেই আগ্রহের মর্যাদা দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে তাঁকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। গুলাম আলি লিখিত ভাবে কলকাতায় মিলন উৎসবে গান গাইতে সায় দিয়েছেন। এখানে মানুষ তাঁকে বিপুল সংবর্ধনা জানাতে তৈরি।’’