প্রতারণার অভিযোগের তদন্তে সল্টলেকে জার্মান দল

প্রতারণার অভিযোগের তদন্ত করতে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এল জার্মানির একটি তদন্তকারী দল। বুধবার রাত থেকে দফায় দফায় তাঁরা সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে একটি বিপিও সংস্থায় তল্লাশি চালাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ১৮:২৩
Share:

প্রতারণার অভিযোগের তদন্ত করতে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এল জার্মানির একটি তদন্তকারী দল। বুধবার রাত থেকে দফায় দফায় তাঁরা সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে একটি বিপিও সংস্থায় তল্লাশি চালাচ্ছেন। বৃহস্পতিবারও দিনভর সেই কাজ করেছেন বিদেশি তদন্তকারীরা। তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন বিধাননগর ও সিআইডির সাইবার শাখার তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, জার্মানিতে একাধিক বাসিন্দাকে অনলাইনে টেক্সট সাপোর্ট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে একটি সংস্থা। সেই প্রতারণার অভিযোগের তদন্তে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরের একটি সংস্থার নাম উঠে আসে।

তদন্তের জন্য ভারতীয় দূতাবাসের সহায়তায় রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন সেখানকার তদন্তকারীরা। তবে অভিযোগের গভীরতা বুঝে বিধাননগরেও একটি অভিযোগ দায়ের করা হতে পারে বলে বিধাননগর পুলিশ সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement