Covid-19

দমদমের তিন পুর এলাকায় ফের পূর্ণ লকডাউন

গত কয়েক দিন ধরে দমদম, দক্ষিণ দমদম এবং উত্তর দমদম পুর এলাকায় করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। তা সত্ত্বেও রাস্তায় বেরোনো মানুষের ভিড়ে লাগাম টানা যাচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০২:৫৪
Share:

প্রতীকী ছবি

উত্তর দমদমে শনিবার থেকে শুরু হয়েছে সম্পূর্ণ লকডাউন। কাল, সোমবার থেকে দমদম এবং দক্ষিণ দমদম পুর এলাকাতেও বেলা বাড়লেই শুরু হবে লকডাউন। উত্তর দমদম পুরসভা জানিয়েছে, সংক্রমণ ঠেকাতেই বাজার-সহ সব দোকান বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ব্যারাকপুর কমিশনারেট থেকে জানানো হয়েছে, কমিশনারেটের অধীন দক্ষিণ দমদম এবং অন্য পুর এলাকাতেও একই নিয়ম কার্যকর হবে। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

Advertisement

গত কয়েক দিন ধরে দমদম, দক্ষিণ দমদম এবং উত্তর দমদম পুর এলাকায় করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। তা সত্ত্বেও রাস্তায় বেরোনো মানুষের ভিড়ে লাগাম টানা যাচ্ছে না। অপ্রয়োজনে অনেকেই বাজারহাটে ঘুরছেন, বাইক নিয়ে বেরোচ্ছেন। তবে দোকান বন্ধ থাকলে রাস্তায় লোক কম দেখা যাচ্ছে।

এর পরেই পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কমিশনারেট। উত্তর দমদম পুর এলাকার কিছু জায়গা আগেই কন্টেনমেন্ট জো়ন ঘোষণা হয়েছে। তা সত্ত্বেও সংক্রমণ ছড়ানো এবং রাস্তায় বেরোনো বন্ধ হয়নি। তাই সম্পূর্ণ পুর এলাকাতেই লকডাউন জারি হল। এ দিন এলাকার সব বাজার বন্ধ থাকলেও কোনও কোনও রাস্তায় আনাজ বিক্রেতাদের বসতে দেখা গিয়েছে। যদিও পুর কর্তৃপক্ষ ঘোষণা করেছিলেন, শুধু ঠেলাগাড়িতেই মাছ ও আনাজ বিক্রি করা যাবে। এ দিন কয়েকটি চায়ের দোকানও খুলেছিল। বেলার দিকে পুলিশ অবশ্য সেগুলি বন্ধ করে দেয়। তবে রাস্তায় তেমন ভিড় দেখা যায়নি।

Advertisement

দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হরিন্দর সিংহ জানিয়েছেন, সোমবার থেকে বেলা ১১টা পর্যন্ত দোকান-বাজার খোলা থাকবে। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য প্রবীর পাল বলেন, “এই পুর এলাকায় কন্টেনমেন্ট জ়োনে সব বন্ধ থাকবে। তার বাইরে দোকান-বাজার ১১টা পর্যন্ত খোলা থাকবে। তার পরেও খোলা থাকবে শুধু ওষুধ ও জরুরি জিনিসের দোকান।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement