পাসপোর্ট তৈরিতে জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার হল দুই ব্যক্তি। ধৃতেরা হলেন শেখরনাথ চৌধুরী এবং চন্দনকুমার মণ্ডল। শেয়ার ব্যবসায়ী শেখরনাথ সার্ভে পার্কের এবং দুধের ব্যবসায়ী চন্দন ট্যাংরার বাসিন্দা।
মণিপুরের বাসিন্দা ডিআইজি (বিএসএফ) আনগোম সামোর অভিযোগ, দুই ব্যক্তি তাঁর রবার স্ট্যাম্প, পরিচয়পত্র নকল করে নিজেদের পাসপোর্টে ব্যবহার করেছেন।
পুলিশ জানায়, ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, দুই অভিযুক্ত সম্প্রতি শ্রীলঙ্কা যাওয়ার জন্য পাসপোর্ট করিয়েছিলেন। শেখরনাথের আত্মীয় মারা যাওয়ায় তিনি যাননি। চন্দনবাবু যাওয়ার কয়েক দিনের মধ্যেই ফিরে আসেন।
আনগোম সামো সম্প্রতি হেয়ার স্ট্রিট থানায় শেখর ও চন্দনের বিরুদ্ধে তাঁর রবার স্ট্যাম্প, পরিচয়পত্র নকল করে ব্যবহার করার অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতে শেখরনাথকে এবং রবিবার সকালে চন্দনকে গ্রেফতার করে। ধৃতদের থেকে অভিযোগকারীর জাল রবার স্ট্যাম্প, পরিচয়পত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার তাদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশের অনুমান, ঘটনায় তৃতীয় কোনও ব্যক্তি যুক্ত থাকতে পারেন। খোঁজ চলছে। সোমবার ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান বিশাল গর্গ বলেন, ‘‘এর সঙ্গে কোনও পাসপোর্ট জালিয়াতি চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।’’