জখম ছোট্ট শ্রাবন্তী।
দুর্ঘটনা রোধে হাম্প, স্পিড ব্রেকার, নিয়মিত অভিযান, নজরদারি এবং সচেতনতার প্রচার সত্ত্বেও হুঁশ ফিরছে না চালকদের একাংশের। সোমবার সকালে সল্টলেকের লাবণি আইল্যান্ডে পথ দুর্ঘটনায় ফের তার প্রমাণ মিলল। ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শ্রাবন্তী মণ্ডল নামে চার বছরের এক শিশু। পুলিশ জানায়, শ্রাবন্তী দত্তাবাদের বাসিন্দা। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। চালক পলাতক।
পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ পিএনবি মোড় থেকে লাবণি হয়ে করুণাময়ীর দিকে যাচ্ছিল দুর্গাপুর-করুণাময়ী রুটের একটি সরকারি বাস। তখন দ্বিতীয় শ্রেণির ছাত্রী শ্রাবন্তীকে সাইকেলে চাপিয়ে স্কুল থেকে দত্তাবাদের বাড়িতে ফিরছিলেন তার বাবা অভিজিৎ মণ্ডল। লাবণি আইল্যান্ডের কাছে অভিজিৎবাবু ডান দিকে যাওয়ার চেষ্টা করেন। সে সময়ে বাসটি ধাক্কা মারে সাইকেলে। ছিটকে রাস্তার ডান
দিকে পড়ে যান অভিজিৎবাবু ও শ্রাবন্তী। শিশুটির মাথা ফেটে গিয়ে রক্ত পড়তে থাকে।
তাই দেখে পথচলতি মানুষ, দোকানদার এবং স্থানীয় বাসিন্দারা ছুটে যান। যদিও অভিযোগ, চালক ওই সরকারি বাসটি প্রথমে থামাননি। উত্তেজিত জনতা বাসে ইট মারতে থাকে, অনেকে বাসের পিছনে ধাওয়া করেন। তাই দেখে চালক কিছুটা দূরে গিয়ে বাস রাস্তায় রেখে চম্পট দেন। বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
যদিও প্রতক্ষ্যদর্শীদের কথায়, সাইকেল রাস্তার ডান দিকে সরে গিয়েছিল। সাইকেলে যে ধাক্কা লেগেছে তা সম্ভবত বাস চালক বুঝতেই পারেননি। কিন্তু ওই রাস্তায় সকালে কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ি ফেরে, তার পরেও ওই রাস্তায় চালকদের একাংশ বেপরোয়া ভাবে গাড়ি চালান।
অথচ স্থানীয় ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের তুলসী সিংহরায় জানান, স্কুল আছে বলে সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। গতি নিয়ন্ত্রণের জন্য হাম্পও বসানো হয়েছে।
এই সাইকেল থেকেই ছিটকে পড়ে জখম হয় ছোট্ট শ্রাবন্তী। সোমবার, লাবণিতে। নিজস্ব চিত্র
বিধাননগর কমিশনারেট এলাকায় পরিকাঠামোর সংস্কার থেকে নজরদারি বৃদ্ধিতেও দুর্ঘটনা কমছে না। তবে অধিকাংশ ক্ষেত্রে চালকদের অসাবধানতার পাশাপাশি পথচারীদের সচেতনতার অভাবকে দায়ী করছেন বাসিন্দা এবং প্রশাসনের একাংশ।
তবে বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পিছনে রাস্তায় যত্রতত্র পার্কিং, অস্থায়ী দোকান, স্কুল সংলগ্ন রাস্তায় নজরদারির অভাব রয়েছে।
বিধাননগর পুরসভা অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, হকার, যত্রতত্র পার্কিং নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় পদক্ষেপ করা হয়েছে। লাবণি আইল্যান্ড সংলগ্ন এলাকাতেও অবস্থা খতিয়ে দেখা হবে।
বার বার এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। বিধাননগর পুলিশের এক কর্তা জানান, ওই রাস্তায় সকালে স্কুলগাড়ি-সহ আরও বিভিন্ন ধরনের যানবাহন চলে। ফলে বাস কিংবা অন্য গাড়ির চালকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে চালকের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।