আরও চারটি মহিলা থানা শহরে

মধ্যরাতে এক তরুণীকে রাস্তায় নিগ্রহ করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন একটি মহিলা থানার পুলিশকর্মীরা। তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন তাঁরা। তাঁর সঙ্গে কথা বলে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেন ওই মহিলা পুলিশকর্মীরা।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৬:০২
Share:

মধ্যরাতে এক তরুণীকে রাস্তায় নিগ্রহ করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন একটি মহিলা থানার পুলিশকর্মীরা। তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন তাঁরা। তাঁর সঙ্গে কথা বলে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেন ওই মহিলা পুলিশকর্মীরা।

Advertisement

ঘটনাটি কলকাতা পুলিশ এলাকার পাটুলি মহিলা থানার। পুলিশ সূত্রে খবর, সামনে মহিলা পুলিশকর্মীদের পেয়ে সব কথা বিনা সঙ্কোচে খুলে বলেছিলেন ওই তরুণী। ফলে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা গিয়েছিল অভিযুক্তকে।

তাই এ বার যৌন নিগ্রহ-সহ মহিলাদের উপরে ঘটা বিভিন্ন অপরাধের তদন্তের দ্রুত কিনারা করতে শহরে আরও চারটি নতুন থানা চালু করতে চলেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে কড়েয়া, উল্টোডাঙা, বেহালা এবং তালতলা নামের ওই চারটি মহিলা থানা চালু হয়ে যাবে জুলাই মাসের প্রথম সপ্তাহেই। সেই সঙ্গে লেক থানা ভেঙে চালু হওয়ার কথা রবীন্দ্র সরোবর থানা। তবে সেটি মহিলা থানা নয়। পুলিশ জানিয়েছে, ওই নতুন থানা তৈরির কাজ চলছে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতে উদ্বোধন হবে ওই নতুন থানাগুলির।

Advertisement

নবান্নের আধিকারিকেরা জানিয়েছেন, কলকাতার অনেক এলাকাই এখন অনেক রাত পর্যন্ত জাগে। ফলে পারিবারিক অত্যাচার ছাড়াও রাজপথ, বিনোদনের জায়গাতেও বিভিন্ন অপরাধের শিকার হচ্ছেন মহিলারা। কিন্তু দেখা গিয়েছে, বিপদে পড়লে মহিলারা পুরুষ পুলিশকে অভিযোগ জানাতে সঙ্কোচ বোধ করেন। তাই শহরে আরও বেশি মহিলা থানা চান মুখ্যমন্ত্রী।

লালবাজার সূত্রে খবর, মহিলাদের উপরে ঘটা বিভিন্ন অপরাধের তদন্তের দ্রুত কিনারার পাশাপাশি তাঁরা যাতে নিজেরা থানায় গিয়ে অভিযোগ জানাতে সহজ ও স্বচ্ছন্দ বোধ করেন, তাই কলকাতা পুলিশের চারটি ডিভিশনের প্রতিটিতে একটি করে মহিলা থানার উদ্বোধন হয় এ বছরের ২৭ জানুয়ারি। পাটুলি, টালিগঞ্জ, ওয়াটগঞ্জ ও আমহার্স্ট স্ট্রিটে তৈরি হয় মহিলা থানা।

লালবাজার সূত্রে খবর, প্রাথমিক ভাবে ঠিক ছিল প্রতিটি মহিলা থানায় ইনস্পেক্টর পদমর্যাদার এক জন ওসি, এসআই ও এএসআই মিলিয়ে ১০ জন এবং ১৫ জন কনস্টেবল থাকবেন। বর্তমানে কলকাতা পুলিশের এলাকায় যে চারটি মহিলা থানা রয়েছে সেখানে অবশ্য এখন এক জন ওসি, দু’জন এসআই, পাঁচ জন কনস্টেবল ও পাঁচ জন হোমগার্ড রয়েছেন।

নবান্ন সূত্রে খবর, বর্তমানে রাজ্য পুলিশ এলাকায় তিরিশটির বেশি মহিলা থানা থাকলেও কলকাতা পুলিশ এলাকায় তার সংখ্যা মাত্র চার। মুখ্যমন্ত্রী চান কলকাতায় মহিলা পুলিশ-সহ মহিলা থানার সংখ্যা বৃদ্ধি করতে। সেই হিসেবেই গত মার্চ মাসে নীতিগত ভাবে সরকার কলকাতায় আরও নতুন চারটি মহিলা থানা গঠন করার সিদ্ধান্ত নেয়।

কলকাতার মহিলা থানাগুলির কাজ কী হবে?

কলকাতা পুলিশের এক কর্তা জানান, আগের মহিলা থানার মতোই সেন্ট্রাল ডিভিশনের তালতলা মহিলা থানা, ইএসডি ডিভিশনের উল্টোডাঙা মহিলা থানা, এসইডি ডিভিশনের কড়েয়া মহিলা থানা এবং দক্ষিণ পশ্চিম ডিভিশনের বেহালা মহিলা থানা নিজেদের ডিভিশনে মহিলাদের উপর হওয়া অপরাধের তদন্ত করবে।

লালবাজার জানিয়েছে, গোলপার্কে এখন যেখানে সাউথ-ইস্ট ট্র্যাফিক গার্ডের অফিস রয়েছে তার পাশেই চালু করা হবে নতুন রবীন্দ্র সরোবর থানা। প্রস্তাবিত নতুন থানার অধীন থাকবে রবীন্দ্র সরোবর-সহ বালিগঞ্জ-বজবজ রেল লাইনের পূর্বদিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement