শহরে এক দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত চারটি পথ-দুর্ঘটনায় জখম হলেন তিন জন। প্রতীকী ছবি।
শহরে এক দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত চারটি পথ-দুর্ঘটনায় জখম হলেন তিন জন। তাঁদের মধ্যে এক জন হাসপাতালে ভর্তি। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর সওয়া একটা নাগাদ, বেলেঘাটা থানাএলাকার ই এম বাইপাসের কাছে চাউলপট্টি রোডে। একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারে। ওই ঘটনায় কেউ জখম না হলেও পুলিশ লরিটি আটক করেছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য আটক করা হয়েছে চালককেও।
এর কিছু ক্ষণ পরে আর একটি দুর্ঘটনা ঘটে নিউ মার্কেট থানা এলাকার লেনিন সরণিতে।সেখানে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জখম বাইক-আরোহী সায়ন নস্করকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
দুপুর পৌনে তিনটে নাগাদ দিনের তৃতীয় দুর্ঘটনাটি ঘটেবড়বাজার থানার মহাত্মা গান্ধী রোডে, মল্লিক স্ট্রিটের কাছে। একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হন অসীম দে নামে এক পথচারী। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
চতুর্থ দুর্ঘটনাটি ঘটে ময়দান থানা এলাকার ক্যাসুরিনাঅ্যাভিনিউয়ে। বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ একটি বেপরোয়া মোটরবাইক ধাক্কা মারে এক পথচারীকে। তাঁকে গুরুতর জখম অবস্থায়এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাত পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। ঘটনার পরেইবেপাত্তা হয়ে যায় অভিযুক্ত মোটরবাইকটি।