প্রয়াত হলেন কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং তৃণমূল কাউন্সিলর অনিল মুখোপাধ্যায় (৯১)। বয়সজনিত অসুস্থতার কারণে ১৬ দিন ধরে তিনি এসএসকেএমে ভর্তি ছিলেন। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর। ১৯৮৫ সালে প্রথম কাউন্সিলর হন অনিলবাবু। ১৯৯৫ থেকে ২০১৫ পর্যন্ত পাঁচ বছর বাদ দিয়ে টানা কাউন্সিলর ছিলেন তিনি। ২০০০-২০০৫ পর্যন্ত ছিলেন পুর-চেয়ারম্যান। গত তৃণমূল পুরবোর্ডে ৯ নম্বর বরোর চেয়ারম্যান ছিলেন তিনি। ১৯৯০-এ হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যখন সিপিএমের লাঠি পড়ে, তখনও তাঁর পাশে ছিলেন অনিলবাবু। এ দিনই কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র শোভন চট্টোপাধ্যায়, সাংসদ সুব্রত বক্সী প্রমুখ।