ছবি: সুমন বল্লভ।
প্রবল বৃষ্টিতে ভাসতে পারে ২১ জুলাই-এর কলকাতা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শুধু কলকাতাই নয়, শুক্রবার রাত থেকে শুরু করে রবিবার পর্যন্ত, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস জানাচ্ছে, বাংলা ও ওড়িশা উপকূলে গভীর নিম্নচাপ অবস্থান করছে। কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতের অধিকর্তা জি কে দাস বলেন, “গভীর নিম্নচাপের জন্য বৃষ্টি হবে। এই সময় মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি।”
শনিবার মধ্য কলকাতায় তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই-এর সমাবেশ। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই শহরে চলে এসেছেন বহু মানুষ। বৃষ্টি এলে তাঁদের সমস্যায় পড়তে হবে। কিন্তু তৃণমূল নেতাদের সোজা কথা, এর আগেও একুশে জুলাই-এর সভায় অঝোরে বৃষ্টি হয়েছে। তাতে দলের কর্মী-সমর্থকদের থামিয়ে রাখা যায়নি। উত্তর কলকাতা যুব তৃণমূল নেতা সৌম বক্সির কথায়, “দিদি সব সময়ই বলেন, বৃষ্টিই আমাদের কাছে আশীর্বাদ। এ বারও বৃষ্টি হলে চিন্তা করার কিছু নেই।” তাঁর দাবি, কলকাতা ভেসে গেলেও লাখ লাখ মানুষ শহিদ দিবসে হাজির থাকবেন।