ক্রেতাকে ‘মারধর’, গ্রেফতার ২ 

খাবারের মান নিয়ে আপত্তি করায় ক্রেতার উপরে বিক্রেতা ও তার দুই ছেলের চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

প্রতীকী চিত্র।

খাবারের মান নিয়ে আপত্তি করায় ক্রেতার উপরে বিক্রেতা ও তার দুই ছেলের চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল। আরও অভিযোগ, মারের চোটে পাশের দোকানে গরম দুধে ছিটকে পড়ে গুরুতর আহত হন ক্রেতা শেখ গুড্ডু। ওই যুবক বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়, ট্যাংরা থানা এলাকার ডি সি দে রোডে। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শেখ মোস্তাফা এবং তার এক ছেলে শেখ হুদা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বাড়ির কাছের একটি হোটেল থেকে সোমবার গুড্ডু খাবার কিনতে যান। এর কিছু সময় পরে ওই খাবার বাসি বলে আপত্তি করলে

হোটেলের কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, এর পরেই শেখ মোস্তাফা ও তার দুই ছেলে গুড্ডুকে মারতে মারতে পাশের দোকানে নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশের দাবি, গুড্ডু নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে উনুনে ফুটন্ত দুধে ছিটকে পড়েন। গুড্ডুর শরীরের একাধিক অংশ পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, মোস্তাফার অন্য ছেলে পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement