‘গণতন্ত্রে ওরা লড়তেই পারে, কিন্তু গো-হারা হারবে!’

তৃণমূলের তরফে ফিরহাদের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। বুধবার মনোনয়নপত্র জমা দেন তিনি। তার পরে মীনাদেবী মনোনয়নপত্র পেশ করে বলেন, ‘‘গণতন্ত্র বজায় রাখতেই প্রার্থী হলাম।’’ ফিরহাদ অবশ্য বলেন, ‘‘যে কেউ দাঁড়াতেই পারেন। তবে সংখ্যা আমাদেরই পক্ষে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৪:৩৭
Share:

পুরসভায় মীনাদেবী পুরোহিত। নিজস্ব চিত্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলকাতার মেয়র-পদে বসা হচ্ছে না ফিরহাদ হাকিম (ববি)-এর। কেননা তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে বিজেপি। তাদের প্রার্থী কাউন্সিলর মীনাদেবী পুরোহিত বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন। সুব্রত মুখোপাধ্যায় যখন তৃণমূলের মেয়র ছিলেন, সেই সময় মীনাদেবী ছিলেন ডেপুটি মেয়র। ভোট হবে ৩ ডিসেম্বর, সোমবার।

Advertisement

তৃণমূলের তরফে ফিরহাদের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। বুধবার মনোনয়নপত্র জমা দেন তিনি। তার পরে মীনাদেবী মনোনয়নপত্র পেশ করে বলেন, ‘‘গণতন্ত্র বজায় রাখতেই প্রার্থী হলাম।’’ ফিরহাদ অবশ্য বলেন, ‘‘যে কেউ দাঁড়াতেই পারেন। তবে সংখ্যা আমাদেরই পক্ষে।’’

তবে সংখ্যাতত্ত্বেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘‘পুরসভায় আমাদের পাঁচ প্রতিনিধি আছেন। ওদের ১২২। তা-ই বলে জমি ছেড়ে দেব নাকি? আমরা ওদের ভোটে ভাগ বসাব।’’ জবাবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘গণতন্ত্রে ওরা লড়তেই পারে। কিন্তু গো-হারা হারবে।’’

Advertisement

আরও পড়ুন: গাড়ির ধোঁয়াই শুধু নয়, ভোগাচ্ছে নির্মাণের দূষণও

এ দিন সকালেও তৃণমূলের পুর দল নিশ্চিত ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন দলের প্রার্থী ফিরহাদ। তাই তাঁর মনোনয়নপত্র দাখিলকে ঘিরে উন্মাদনা ছিল পুরভবন-চত্বরে। সকাল সকাল পুরভবনে পৌঁছে যান তাঁর মনোনয়ন-প্রস্তাবে স্বাক্ষরকারী কাউন্সিলরেরাও। বেলা ২টো নাগাদ পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডলের কাছে মনোনয়নপত্র জমা দেন মন্ত্রী ফিরহাদ।

তত ক্ষণে খবর এসে গিয়েছে, বিজেপির প্রার্থী হচ্ছেন মীনাদেবী। দু’টি মনোনয়নপত্র জমা পড়তেই ভোটের প্রস্তুতি পর্বের কাজ সারতে জরুরি বৈঠক করেন পুর কমিশনার-সহ পদস্থ অফিসারেরা। ব্যালট পেপার তৈরি থেকে শুরু করে ভোট দেওয়ার সময় নির্ধারণ নিয়েও আলোচনা হয়। বিকেলে এক পুর আধিকারিক জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র পেশের শেষ দিন। তাই এখনও বলা যাচ্ছে না, ঠিক ক’জন প্রার্থী হচ্ছেন। সিপিএম সূত্রের খবর, বিষয়টি নিয়ে তাঁরা মামলা করেছেন। তাই ভোটগ্রহণ প্রক্রিয়ায় তাঁরা যোগ দেবেন না। নিবার্চনে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ও।

আরও পড়ুন: ‘স্তন্যপান করান শৌচালয়ে’, বিতর্কের ঝড়ে শপিং মল

কলকাতা পুরসভার মেয়র নির্বাচন সংক্রান্ত সংশোধনী আইন সংবিধান-বিরোধী বলে অভিযোগ তুলে এ দিনই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাটি করেছেন পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিলকিস বেগম। তাঁর আইনজীবী শামিম আহমেদ জানান, পুর এলাকার নাগরিকেরা নির্বাচন করেননি, এমন কাউকে মেয়র-পদে বসানো সংবিধান-বিরোধী। এ দিন সকালে বিচারপতি দেবাংশু বসাক এজলাসে বসার পরেই শামিম ওই সংশোধনী খারিজ করতে চেয়ে মামলা দায়ের করার অনুমতি চান। বিচারপতি সম্মতি দেওয়ার পরে বিকেলে মামলাটি দায়ের করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement